সংবাদদাতা, দিনহাটা: নারী ও শিশু সমাজকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী শশী পাঁজা আজ, সোমবার ভোট প্রচারে আসবেন সিতাইতে। দলের প্রার্থী সঙ্গীতা রায়ের সমর্থনে একাধিক সভা করবেন। মঙ্গলবারও তিনি ভোট প্রচার করবেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে।
আজ কোচবিহার রবীন্দ্র সদনে বিজয়া সম্মিলিতে অংশ নেবেন প্রথমে। তারপর সিতাইতে ভোটের প্রচারের জন্য আসবেন। কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, সোমবার কোচবিহারে বিজয়া সম্মিলনিতে যোগ দিতে আসছেন শশী পাঁজা। পরে এখান থেকে তিনি সিতাইতে প্রচারে যাবেন।