• মুম্বইয়ের লগ্নি সংস্থায় বিনিয়োগ ৫ লক্ষ টাকা, বেকায়দায় জওয়ান
    বর্তমান | ২১ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার অনলাইন প্রতারণা চক্রের ফাঁদে সেনা জওয়ান। অভিযোগ, মুম্বইয়ের একটি আর্থিকলগ্নি সংস্থায় ৫ লক্ষ ২৮ হাজার টাকা বিনিয়োগ করেও তা ফেরত পাচ্ছেন না তিনি। শিলিগুড়ি শহরেই তিনি থাকেন। ইতিমধ্যে তিনি এই ব্যাপারে শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছেন। তদন্তে নেমেছে পুলিস। ডেপুটি পুলিস কমিশনার রাকেশ সিং বলেন, ওই অভিযোগ নিয়ে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। 


    ওই সেনা জওয়ানের আসল বাড়ি মহারাষ্ট্রে। কর্মসূত্রে তিনি শিলিগুড়ি শহরের তিনবাত্তি মোড়ে থাকেন। তিনি মুম্বইয়ের একটি আর্থিকলগ্নি সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন। শুক্রবার তিনি এই ব্যাপারে পুলিসের সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেন। তিনি অভিযোগপত্রে লেখেন, গত ১ সেপ্টেম্বর থেকে ওই সংস্থার সঙ্গে ব্যবসা শুরু করেন। এজন্য তিনি সেই সংস্থার একটি অ্যাপও ডাউনলোড করেন। ১২ সেপ্টেম্বর প্রথম ওই সংস্থায় অর্থ বিনিয়োগ করেন। প্রথম পর্যায়ে ১০ হাজার টাকা বিনিয়োগ করে লাভের মুখ দেন। এরপর কয়েক ধাপে ৫ লক্ষ ২৮ হাজার ৩৬৪ টাকা বিনিয়োগ করেন। জওয়ানের অভিযোগ, সেই টাকা মুম্বইয়ের ওই সংস্থা ফেরত দিচ্ছে না। সেই সংস্থা বিনিয়োগ করা অর্থের উপর ১৫ শতাংশ ট্যাক্স দাবি করছে। তা না দিলে টাকা তুলতে দেওয়া হবে না বলে জানিয়েছে। এর থেকেই তাঁর ধারণা, অনলাইন প্রতারণা চক্রের খপ্পরে পড়েছেন তিনি। সুবিচারের আশায় পুলিসের দ্বারস্থ হয়েছেন। 


    প্রসঙ্গত, অনলাইন প্রতারণা চক্রের রমরমা দীর্ঘদিনের। মাঝেমধ্যেই ব্যবসায়ী, শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মী সহ সাধারণ মানুষ প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়ে বেকায়দায় পড়ছে। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ হচ্ছে। এর বিরুদ্ধে আমজনতাকে সতর্ক করতে লাগাতার প্রচার অভিযান চালাচ্ছে পুলিস। এই অবস্থায় ওই সেনা জওয়ান প্রতারণা চক্রের জালে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।
  • Link to this news (বর্তমান)