সংবাদদাতা, কুমারগ্রাম: রবিবার কুমারগ্রাম ব্লকের দু’টি স্থানে রায়ডাক নদীতে অভিযান চালিয়ে চোরাই সেগুন ও পিটালি কাঠ বাজেয়াপ্ত করল বনদপ্তর। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বনদপ্তরের ভল্কা রেঞ্জের অন্তর্গত ঘোড়ামারা বিটের বনকর্মীরা চ্যাংমারি এলাকায় অভিযানে নামেন। সেসময় নদীতে মোট ৩টি চালি দেখতে পান বনকর্মীরা। ১টি চালি ঘোড়ামারা বিট বাজেয়াপ্ত করে। বাকি ২টি চালি বাজেয়াপ্ত করে দক্ষিণ রায়ডাক রেঞ্জের অন্তর্গত মারাখাতা বিট। ঘোড়ামারা বিটের বাজেয়াপ্ত করা চালিতে ৫০ ঘনফুট চোরাই পিটালি কাঠ রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ টাকা।
অন্যদিকে, মারাখাতা বিটের বাজেয়াপ্ত করা দু›টি চালিতে ৫০ ঘনফুট সেগুন এবং ৫০ ঘনফুট পিটালি কাঠ রয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ২ লাখ টাকা। বনদপ্তর জানিয়েছে, কুমারগ্রামের দিক থেকে নদীপথে চালির মাধ্যমে কাঠগুলি পাচার হচ্ছিল। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই পাচার চক্রের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে বনদপ্তর।