• নবাবীমুলুকে শীতের হাল্কা আমেজেই শুরু হল বিদেশি পর্যটকের আনাগোনা
    বর্তমান | ২১ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, লালবাগ: ঠান্ডার আমেজ পড়তেই মুর্শিদাবাদে পা রাখল বিদেশি পর্যটকের একটি দল। শনিবার ওই দলটি সকালে জলপথে কলকাতা থেকে লালবাগের নিউ প্যালেস ভাগীরথী ঘাটে এসে পৌঁছয়। ১৯ সদস্যের (১০ জন পুরুষ এবং ৯ জন মহিলা) দলের সকলেই বেলজিয়ামের নাগরিক। বিদেশি পর্যটকের দলটি নিউ কাঠগোলাপ বাগান, কাটরা মসজিদ, হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম ঘুরে দেখে সন্ধ্যায় জলপথে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। নবাবি স্থাপত্যের নিদর্শনগুলি দেখে ভূয়ষী প্রশংসা করেন বিদেশি পর্যটকরা। শীতের মরশুম শুরুর আগেই দর্শনীয় স্থানগুলিতে বিদেশি পর্যটক দলের আগমনে খুশির হাওয়া পর্যটনের সঙ্গে যুক্ত বিভিন্ন মহলে। এবারে শীতের মরশুমজুড়ে স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকদের দেখা মিলবে এই আশায় বুক বাঁধতে শুরু করেছেন হোটেল ব্যবসায়ী, গাইড, টাঙাচালক থেকে বিভিন্ন পেশার মানুষ। 

    হাজারদুয়ারি, কাটরা মসজিদ, নিউ প্যালেস, কাঠগোলাপ প্রভৃতি দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে সারা বছর ধরে মুর্শিদাবাদে দেশ-বিদেশের পর্যটকরা আসেন। ২০২০ সালে করোনা মহামারীর কারণে বিশ্বজুড়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। যার প্রভাব পড়ে মুর্শিদাবাদের পর্যটনেও। তবে গত শীতে মরশুম শুরুর আগে থেকেই বিদেশি পর্যটকরা আসতে শুরু করেন। পর্যটনের সঙ্গে যুক্ত বিভিন্ন মহলের দাবি, বিদেশি পর্যটকের ৬-৭টি দল নবাবের শহরে এসেছিল। এবারও শীতের মরশুম শুরুর আগে ১৯ সদস্যের বিদেশি পর্যটকের দলটি মুর্শিদাবাদে আসে। নিউ প্যালেস ভাগীরথীর ঘাট থেকে টাঙায় চেপে দলটি প্রথমে কাঠগোলাপ বাগানে যায়। সেখানে এক ঘণ্টার বেশি সময় ধরে ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় দর্শনার্থীদের সঙ্গে গল্পগুজবে মেতে ওঠে। কাঠগোলাপ বাগান থেকে দলটি কাটরা মদজিদে যায় এবং সেখান থেকে হাজারদুয়ারি প্যালেস মিউজিয়ামে আসে। পর্যটক দলের সদস্য পিটার বলেন, অনেক দিন ধরেই মুর্শিদাবাদে আসার ইচ্ছা ছিল। নবাবি আমলের হাজারদুয়ারি, কাটরা মসজিদের স্থাপত্য শিল্পশৈলী সত্যিই বিস্ময়কর। অপর সদস্য জোসেফ হ্যারিসন বলেন, হাজারদুয়ারির কথা অনেক শুনেছিলাম। তাই দেখার ইচ্ছাটা অনেকদিনের ছিল। এবার সামনে থেকে চাক্ষুষ করলাম। টাঙাচালক সোহেল শেখ বলেন, মুর্শিদাবাদ ঘুরতে বিদেশি পর্যটকদের প্রথম পছন্দ ঘোড়ায় টানা টাঙা। ভাড়ার পাশাপাশি বকশিশও মেলে। মুর্শিদাবাদ হেরিটেজ অ্যান্ড কালচারাল ডেভলপমেন্ট সোসাইটির সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, গত দু’ বছর ধরে বিদেশি পর্যটকরা মুর্শিদাবাদে আসছেন, এটা জেলার পর্যটনের ক্ষেত্রে খুব ভালো দিক।    নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)