• প্রশাসনিক তৎপরতায় বেড়েছে সব্জির জোগান, কমেছে দামও, দাবি রাজ্যের
    বর্তমান | ২১ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর আগে বাজারে সব্জির দাম বৃদ্ধির পর সরকারি উদ্যোগে তা কমেছে। এক প্রেস বিবৃতি মারফত এই দাবি করেছে কৃষি বিপণন দপ্তর। দপ্তরের উদ্যোগে চালানো সুফল বাংলার স্টলগুলিতে বিভিন্ন সব্জির দাম কতটা কমেছে, বিবৃতিতে উল্লেখ করা হয়েছে তার বিস্তারিত পরিসংখ্যান। গত এক সপ্তাহের মধ্যে সুফল বাংলার স্টলগুলিতে বিভিন্ন ধরনের সব্জির দাম কমেছে কেজিতে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত। বাংলার চাষিদের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে সুখসাগর পেঁয়াজ কিনে তা একই দামে সুফল বাংলার স্টলে বিক্রি করা হচ্ছে। টোম্যাটো, শসা, পটোল, ঢেঁড়শ, বেগুন, ঝিঙে প্রভৃতির দাম কমেছে। সুফল বাংলার পাশাপাশি কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় সব্জির দামের উপর প্রশাসনিক নজরদারি চালানো হয়েছে। জোর দেওয়া হয়েছে বাজারে সব্জির জোগান বজায় রাখা ও দাম স্থিতিশীল রাখার উপর। এতে সুফল মিলেছে। এই উদ্যোগ আগামী দিনেও চলবে বলে জানানো হয়েছে। 

    বাজারে সব্জির দাম যাতে না বাড়ে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুজোর আগে নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থ একাধিক বিশেষ বৈঠক করেছেন। একাধিক মন্ত্রী, প্রশাসনিক শীর্ষ আধিকারিক এবং সরকারি টাস্ক ফোর্সের সদস্য ছাড়াও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা এই বৈঠকগুলিতে ছিলেন। 

    আজ সোমবার পুজোর ছুটির পর সরকারি অফিস খুলবে। কালীপুজোর আগে ফের সব্জি নিয়ে বৈঠক হতে পারে। টাস্ক ফোর্সের সদস্য কমল দে জানিয়েছেন, তাঁরা কলকাতা ও শহরতলির খুচরো বাজার ছাড়াও গ্রামের হাটগুলি পরিদর্শন করেছেন। সব্জির দাম সর্বত্রই বেশ কিছুটা কমেছে। পুজোর আগে বাজারে যেভাবে জোগান কমে গিয়েছিল এখন তা অনেকটাই বেড়েছে। দাম কমেছে তার জন্যেও। 

    শীতের সব্জি কিছুদিনের মধ্যে বাজারে চলে আসবে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে বেশি মাত্রায় বৃষ্টি হলে পরিস্থিতি কী হবে, তা নিয়ে একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে বলে জানিয়েছেন কমলবাবু। এর পাশাপাশি কালীপুজোর সময় চাঁদার উৎপাতের কারণে সব্জির দাম কিছুটা বেড়ে যায়। সমস্যাটি নিয়ে পরবর্তী প্রশাসনিক বৈঠকে আলোচনা হতে পারে।
  • Link to this news (বর্তমান)