নিজস্ব প্রতিনিধি, সিউড়ি ও সংবাদদাতা, রামপুরহাট: আগেই একসঙ্গে চলার বার্তা দিয়েছেন। এবার তাঁর অনুপস্থিতিতে জেলা কোর কমিটি দল পবিচালনায় সন্তোষ প্রকাশ করলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। রবিবার রামপুরহাট-২ ব্লকের কড়কড়িয়া জয়তারা বিদ্যাপীঠ প্রাঙ্গণে বিজয়া সম্মিলনীতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ২০২১সালে বিধানসভা ভোট করেছি। তারপর কোর কমিটি ত্রিস্তর পঞ্চায়েত ও লোকসভা নির্বাচন করেছে। লোকসভার ফলাফলের নিরিখে জেলার ১১টি বিধানসভাতেই আমাদের লিড রয়েছে। বিধানসভা ভোটে হাতছাড়া হওয়া দুবরাজপুরেও আমরা এগিয়ে রয়েছি। এজন্য কোর কমিটিকে ধন্যবাদ জানাই। তবে আগের মতো নিরাপত্তা বলয়ের মধ্যে আর নেই অনুব্রত। তিনি এখন দলীয় কর্মীদের মাঝে থাকতেই বেশি পছন্দ করছেন। নিজের নিরাপত্তা নিয়ে আগ্রহী নন তিনি। গোরু পাচার মামলায় অনুব্রত জেলযাত্রার পর ছয় সদস্যের কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদা অনুব্রতর বিরোধী হিসেবে পরিচিত কাজল শেখকে আবার সামনের সারিতে এনেছিলেন নেত্রী। কোর কমিটিই জেলা সভাপতির অনুপস্থিতিতে দল পরিচালনা করে। লোকসভার দু’টি আসনেই রেকর্ড ভোটে জয়লাভ করে তৃণমূল। পঞ্চায়েতেও ভালো ফল করেছে। জেল থেকে জামিনে ফেরার পর এদিন সেই সেই কোর কমিটির কাজের প্রশংসা করলেন অনুব্রত।