সংবাদদাতা, কাকদ্বীপ: চলন্ত জিও গাড়িতে আগুন লেগে গুরুতর আহত হলেন পাঁচজন স্থানীয় যাত্রী। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের আশ্রম মোড় এলাকায় ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে একটি জিও গাড়ি ছ’জন এলাকাবাসীকে নিয়ে কাকদ্বীপ থেকে নামখানার দিকে যাচ্ছিল। তখন আশ্রম মোড়ের কাছে হঠাৎই গাড়িটিতে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই গাড়ির ভিতরে আগুন ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে গাড়ির ভিতরে থাকা যাত্রীরা বাঁচার জন্য চিৎকার শুরু করে দেন। যাত্রীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে আসেন। এরপর তাঁরাই গাড়ির ভিতরে থাকা যাত্রীদের এক এক করে বাইরে বের করেন।
আহত যাত্রীদের উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায় ও দমকল বিভাগে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাই বালতিতে করে জল নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। কিছু পরে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। পরে দমকলকর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা কার্তিকচন্দ্র শিট বলেন, যাত্রীদের চিৎকার শুনে বাড়ি থেকে সবাই বাইরে বেরিয়ে এসেছিলাম। বাইরে এসে অবাক হয়ে দেখলাম, একটি জিও গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রতিবেশীরা সবাই ছুটে গিয়ে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। বালতিতে করে জল নিয়ে গাড়িতে ঢেলে আগুন নেভানোও হয়। কিন্তু কী করে গাড়িতে আগুন লাগল, কেউ বুঝে উঠতে পারিনি। আগে কখনও এমন ঘটনা দেখিনি।
অন্যদিকে, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, একজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিরা সবাই সুস্থ রয়েছেন। পুলিস জিও গাড়িটিকে আটক করেছে। যদিও গাড়ির চালক পলাতক। পুলিস চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। কীভাবে ওই গাড়িতে আগুন লাগল, পুলিস তারও তদন্ত শুরু করেছে।