ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা', বুধবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
এই সময় | ২১ অক্টোবর ২০২৪
আশঙ্কা সত্যি। কালীপুজোর মুখে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'দানা'। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। সোমবার মূলত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। বুধ থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
সোম এবং মঙ্গলবার শুষ্ক থাকবে কলকাতার আবহাওয়া। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই এই দু'দিন। বুধবার থেকে শহরে 'দানা' ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু'এক পশলা ভারী বৃষ্টি হতে পারে শহরে। বইতে পারে ঝোড়ো হাওয়া।এ দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি কম এবং সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৬২ শতাংশ।
কবে তৈরি হবে ঘূর্ণিঝড় 'দানা'?
মধ্য আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এরপর শক্তি বৃদ্ধি করে তা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। আগামী ২২ অক্টোবর তা পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ২৩ অক্টোবর, বুধবার তা পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২৪ অক্টোবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ওডিশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের তা অবস্থান করবে। তবে এই ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়বে, তা এখনও স্পষ্ট করেনি আলিপুর আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গে কী প্রভাব?
মঙ্গলবার পর্যন্ত শুষ্ক থাকবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা কম। নিম্নচাপের প্রভাবে উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে বুধবার থেকে। ওই দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে এবং ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
আগামী সপ্তাহে উত্তরবঙ্গ জুড়ে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং থেকে মালদা, সমস্ত জেলাতেই বৃষ্টি হতে পারে।
সোমবার থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী বুধবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর।