অনশনকারীদের পক্ষে তিতাস সোহিনী মৈত্র বলেন, ‘‘সরকারের অমানবিকতার মুখে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকেরা যে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তার প্রতি সংহতি জানিয়ে এবং তিলোত্তমার জন্য ন্যায়বিচারের দাবিতে আমরা প্রতীকী অনশন করলাম। আমরা আবেদন করছি, সরকার সহানুভূতিশীল হোক। চিকিৎসকদের ন্যায্য দাবি মেনে নিক। যদি সদর্থক পদক্ষেপ না হয়, ভবিষ্যতে আমরা আমাদের আন্দোলনকেও তীব্রতর করব।’’