আজ়াদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস আজ, সোমবার বেলা ১২টা থেকে যদুবাবুর বাজার মোড় থেকে এলগিন রোডে সুভাষচন্দ্রের বাসভবন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ জানিয়েছেন, দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি সুভাষচন্দ্রের বাসভবনে গিয়ে সেখানে তাঁর মূর্তি ও স্মারকে শ্রদ্ধা জানানো হবে। মিছিলে যোগ দেওয়ার কথা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং প্রদেশ নেতৃত্বের।