অভিযোগকারিণীর কথায়, “ঢাকুরিয়া থেকে ট্রেনে উঠেছিলাম। পার্ক সার্কাস থেকে কয়েক জন যুবক ওঠেন। তাঁরা আমার ছবি তুলতে শুরু করেন। আমি প্রতিবাদ করি। ওঁরা বলেন, বেশ করেছি। রাগ সামলাতে না পেরে ওঁদের এক জনকে চড়় মারি। তখন ওঁরা আমার বন্ধুকে ঘিরে ধরে মারতে শুরু করেন। চলন্ত ট্রেনে যাত্রীদের সামনেই এই ঘটনা ঘটে।”
শিয়ালদহ স্টেশনের ২১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলে জিআরপি আধিকারিকেরা অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করেন। অভিযোগকারিণীর বাবার অভিযোগ, জিআরপি থানায় অভিযোগ দায়ের করতে গেলে তাঁকে গ্রেফতার করার হুঁশিয়ারি দেওয়া হয়। তাঁর কথায়, “কর্তব্যরত জিআরপি আধিকারিকের সামনেই অভিযুক্তেরা আমার মেয়েকে হুমকি দিচ্ছিলেন। আমাকেই প্রথমে গ্রেফতার করার হুঁশিয়ারি দেন তিনি। এই রাজ্যে মেয়েরা আদৌ সুরক্ষিত কি না, সেই প্রশ্ন উঠছে।”
এই প্রসঙ্গে শিয়ালদহ জিআরপির আইসি বাসুদেব মল্লিক বলেন, “আমাদের কাছে অভিযোগ দায়ের হয়েছে। আমরা তিন জনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছি।”