আবারও দক্ষিণবঙ্গে দেখা মিলতে চলেছে ভারী বৃষ্টির। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের মধ্যেই বাংলার বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে উত্তাল হাওয়ার কারণে সতর্কতা জারি করা হয়েছে।
‘দানা’ ঘূর্ণিঝড়ের আশঙ্কা
উত্তর আন্দামান সাগরে সৃষ্ট একটি ঘূর্ণাবর্ত সোমবার নিম্নচাপে পরিণত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার এই নিম্নচাপ আরও গভীর হয়ে বুধবারের মধ্যেই তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ‘দানা’। ওড়িশা থেকে বাংলাদেশের যে কোনও উপকূলে এটি আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে বৃষ্টি ও সমুদ্র উত্তাল হওয়ার সতর্কতা
‘দানা’র প্রভাবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, এবং হুগলির কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কারণ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া ১২০ কিলোমিটার বেগে বইতে পারে। সমুদ্রের উত্তাল অবস্থার কারণে উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে।
কলকাতায় বৃষ্টির পূর্বাভাস
কলকাতায় বুধবার থেকে হালকা বৃষ্টি শুরু হতে পারে এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে দু-এক পশলা বৃষ্টির কারণে শহরের বেশ কিছু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। তবে দিনভর শুষ্ক আবহাওয়ারও সম্ভাবনা থাকবে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬২ থেকে ৯৪ শতাংশের মধ্যে ছিল।
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ সহ অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আপাতত সেখানে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।