• আজ আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস পালিত হল জলপাইগুড়ি টাউন স্টেশনে
    বর্তমান | ২১ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: আজ, সোমবার আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস পালিত হল জলপাইগুড়ি টাউন স্টেশনে। ১৯৩৯ সালের ৪ ফেব্রুয়ারি এই স্টেশনে পা রেখেছিলেন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। যোগ দিয়েছিলেন জলপাইগুড়িতে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সম্মেলনে। সেই ঐতিহাসিক সম্মেলনে নেতাজির ভাষণ প্রদানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে জলপাইগুড়ি টাউন স্টেশনে তৈরি করা হয় একটি ফটো গ্যালারি।

    জলপাইগুড়ি নেতাজি সুভাষ মিউজিয়াম ও কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে সেই ফটো গ্যালারিতে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। পাশাপাশি, নেতাজির মূর্তিতে মাল্যদান করে এদিন আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবসও পালন করা হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি নেতাজি সুভাষ ফাউন্ডেশনের সম্পাদক তথা জলপাইগুড়ি সদরের প্রাক্তন বিধায়ক ফরওয়ার্ড ব্লক নেতা গোবিন্দ রায়। তিনি বলেন, “ঐতিহাসিক স্মৃতি বিজড়িত জলপাইগুড়ি টাউন স্টেশনকে হেরিটেজ ঘোষণার জন্য আমরা রেলের কাছে একাধিকবার দাবি জানিয়েছে। তবে যতদূর জানতে পেরেছি, অমৃত ভারত প্রকল্পে এই স্টেশনের সংস্কারের কাজ শুরু হয়েছে এবং রেল এখানে নেতাজির নামাঙ্কিত একটি মিউজিয়ামও তৈরি করতে চলেছে। এতে আমরা খুশি।”
  • Link to this news (বর্তমান)