জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের চক্রান্তের অভিযোগে সরব কুণাল ঘোষ। বৈঠক ভেস্তে দিয়ে কাল স্বাস্থ্য ধর্মঘট হলে দেবাশিস, অনিকেতদের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। জুনিয়র ডাক্তার প্রসঙ্গে মাওবাদী মন্তব্যে অনড় দেবাংশু। মুখ্যমন্ত্রী কী মাওবাদীদের সঙ্গে বৈঠক করছেন? তাঁর বক্তব্যের প্রেক্ষিতে একজন জুনিয়র ডাক্তার বলেছেন। শান্তির স্বার্থে বহু রাষ্ট্রপ্রধান উগ্রপন্থী সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন। জনগণের স্বার্থে এটুকু নমনীয়তা অপরাধ নয়, বরং প্রশংসনীয়। এদিকে দেবাশিস,অনিকেতের একার সিদ্ধান্ত নয়, কুণালের পাল্টা পোস্ট কিঞ্জলের।
ডাক্তারদের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে কুণাল তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় লেখেন, "যদি এই স্বাস্থ্য ধর্মঘটের জন্য একজন রোগীরও মৃত্যু হয়, তাহলে থানায় এফআইআর করা হবে চিকিৎসক দেবাশিস হালদার এবং চিকিৎসক অনিকেত মাহাতোর নামে। এরাই মূল প্ররোচক। সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা ও ডাক্তারদের নাম দেবেন।" যদিও তাঁর এই মন্তব্যের পালটা জবাব দিয়ে জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ সোশাল মিডিয়া পোস্টে লিখেছেন, "আন্দোলন কেউ যেচে পড়ে করতে আসেনি । বরং দু'বার মেল করা সত্ত্বেও সরকার দেখেনি । ডাক্তারদের অনেক কাজ থাকে । এটা ডাক্তার না-হলে বোঝা সম্ভব নয় । ব্যক্তি আক্রমণ স্বভাব হয়ে গিয়েছে ।"