১০ দফা দাবিতে অনশনে বসেছিলেন পুলস্ত্য। পরবর্তীতে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। সুস্থ হয়ে আসানসোলের বাড়িতে ফিরেছেন তিনি। সেখান থেকেই এদিন জানালেন, আগের থেকে ভালো আছেন। তবে ওজন কমেছে ৮ কেজি। যদিও তাঁর কথায়, অনশন করলে এটা খুব স্বাভাবিক। জানালেন, আগামিকাল, মঙ্গলবারই ফিরে যাবেন কলকাতা। ফের নামবেন আন্দোলনে।
এদিন শাসকদলের নেতারা যে ভাষায় জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং অনশনকে কটাক্ষ করছেন তাঁর জবাব দেন পুলস্ত্য। তাঁর কথায়, “যারা কটাক্ষ করছেন মানুষই তাদের সঠিক সময় উপযুক্ত জবাব দেবেন। আমাদের প্রথম দাবি তিলোত্তমার বিচার। বাকি ৯ দফা যে দাবি রয়েছে তা জনগণের স্বার্থে। সাধারণ মানুষের স্বাস্থ্যের স্বার্থে সেই দাবিগুলি রাখা হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। আমরা আশাবাদী সরকার সেই দাবিগুলো মেনে নেবেন। যদি না মেনে নেন তাহলে এই আন্দোলন চলবে।” পুলস্ত্যর বাবা-মাও চান, ছেলে অভয়ার জন্য লড়ুক। পুলস্ত্যের মা কাজল আচার্য বলেন, “শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন ছিলাম। তবে ছেলে এখন অনেকটাই ভালো আছে। ও আবার সশরীরে আন্দোলনে ফিরবে।”