বাইক চোর গ্যাংয়ের পর্দাফাঁস, অশোকনগরে পুলিশের জালে ৫
এই সময় | ২১ অক্টোবর ২০২৪
উত্তর ২৪ পরগনা জেলায় বাইক চুরির চক্র চালানোর অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করল অশোকনগর থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে ২৫টি চুরি যাওয়া বাইক। ধৃতরা হল আব্দুল হাই সর্দার, সুদীপ সেন, সাইনুর সাহাজি, সুকদেব মণ্ডল এবং আসাদুল মণ্ডল। চলতি মাসেই ২টি বাইক চুরির অভিযোগ দায়ের হয়েছিল অশোকনগর থানায়। সেই অভিযোগের প্রেক্ষিতেই তদন্তে নেমে ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের চুরি যাওয়া বাইকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জেরায় তারা জানায়, বসিরহাট লাগোয়া এলাকায় এক ব্যক্তির কাছে তারা বাইকটি বিক্রি করেছে।এরপরই পুলিশের বিশেষ দল বসিরহাটে তল্লাশি চালায়। চুরির বাইক যে ব্যক্তিটি কিনেছিল সেই আব্দুল হাই সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ। মিনাখার হোসেনপুর এলাকায় একটি সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যবসা চালাত সে, তদন্তে জানতে পারে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সে যে সমস্ত বাইক কিনেছিল তার অধিকাংশরই কাগজপত্র জাল। অর্থাৎ সেগুলি চুরির বাইক। আব্দুল হাই সর্দারের সূত্র ধরেই আরও ২ ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীদের অনুমান, ওই ২ জন বাইক চুরির সঙ্গে যুক্ত। অশোকনগর থেকে শুরু করে, বনগাঁর বাগদা, বসিরহাট-সহ নানা প্রান্তে ছড়িয়ে পড়েছিল এই বাইক চুরির চক্র, প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ।
উদ্ধার হওয়া বাইকগুলির মধ্যে অশোকনগর থানা এলাকা থেকে চুরি যাওয়া ২টি বাইক, আমডাঙা থানা এলাকা থেকে চুরি যাওয়া ২টি বাইক এবং হাবরা থানা এলাকা থেকে চুরি যাওয়া ১টি বাইক পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
এই বাইকগুলি চুরি করে আশেপাশের রাজ্য এবং বাংলাদেশে পাচার করা হচ্ছিল কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ, জানান বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গী। পাশাপাশি বাইকের জাল নথি তৈরির সঙ্গে এই ৫ জন যুক্ত কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।