• বাগডোগরায় অনুষ্ঠানে গৌতম দেব মঞ্চে উঠেই জয় শ্রীরাম স্লোগান, ক্ষুব্ধ মেয়র
    হিন্দুস্তান টাইমস | ২১ অক্টোবর ২০২৪
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ১,৫৫০ কোটি টাকা ব্যয়ে বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনালের শিলান্যাস করেছেন। সেই অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু, তাঁর পরিবর্তে রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। এদিন গৌতম দেব মঞ্চে উঠতেই তাঁকে দেখে ‘জয় শ্রীরাম স্লোগান’ দিতে শুরু করেন বিজেপি নেতা কর্মীরা। তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন মেয়র। সরকারি অনুষ্ঠানে এভাবে জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় তিনি বিজেপির নেতা কর্মীদের উপর ক্ষোভ উগরে দেন।

    এদিন শিলিগুড়ির কাওয়াখালির মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ভার্চুয়ালি সভার মাধ্যমে বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণের কাজের শিলান্যাস করেন মোদী। এর জন্য জেলা বিজেপির তরফে প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছিল।  এদিনের অনুষ্ঠানে মেয়র গৌতম দেব ছাড়াও উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, বিধায়ক শঙ্কর ঘোষ, আনন্দময় বর্মন, দুর্গা মুর্মু-সহ সরকারি আধিকারিকরা।

    অনুষ্ঠানে গৌতম দেব সরকারি মঞ্চে উঠে বক্তব্য দিতে গিয়েই তাঁকে দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন বিজেপির নেতা কর্মীরা। এপ্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়ে গৌতম দেব বলেন, তিনি পাল্টা জয় বাংলা বলতে পারতেন। এর আগেও নীতীন গডকড়ির অনুষ্ঠানে শিলিগুড়িতে তিনি রাজ্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তখনও তাঁকে দেখে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘একটা সরকারি অনুষ্ঠানে এই ধরনের স্লোগান বাঞ্ছনীয় নয়’। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে তিনি সংযত থেকে কাজ করেছেন। এদিকে, মঞ্চে নিজের ভাষণে তিনি নতুন টার্মিনাল তৈরিতে রাজ্য সরকার বিমানবন্দর কর্তৃপক্ষকে কীভাবে জমি দিয়ে সাহায্য করেছে সেই বিষয়টি তুলে ধরেন।

    প্রসঙ্গত, বাগডোগরা বিমানবন্দরে ৭০ হাজার বর্গ মিটারেরও বেশি বিস্তৃত একটি টার্মিনাল বিল্ডিং তৈরি করা হবে। এখানে ৩ হাজারের বেশি যাত্রী অপেক্ষা করতে পারবেন। এছাড়াও এ-৩২১ বিমানের জন্য ১০টি পার্কিং বে সহ একটি এপ্রোন, দুটি লিঙ্ক ট্যাক্সিওয়ে এবং মাল্টি পার্কিং সুবিধা থাকবে। টার্মিনাল বিল্ডিংটি হবে পরিবেশ বান্ধব। মন্ত্রী শান্তনু ঠাকুর দাবি করেছেন, এই নতুন টার্মিনাল চালু হলে সাধারণ যাত্রীদের সুবিধার পাশাপাশি পর্যটন ব্যবসায় উন্নয়ন হবে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)