• ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান নিয়ে জুনিয়রদের ‘লাল বাচ্চা’ বলে কটাক্ষ TMC নেতার
    হিন্দুস্তান টাইমস | ২১ অক্টোবর ২০২৪
  • আরজি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের আন্দোলন অব্যাহত রয়েছে। সেই আবহে জুনিয়রদের একের পর এক কটাক্ষ করে চলেছেন তৃণমূলের নেতারা। এবার জুনিয়াদের ‘লাল বাচ্চা’ বলে নিশানা করলেন পূর্ব বর্ধমানের প্রাক্তন তৃণমূল সভাধিপতি দেবু টুডু। একই সঙ্গে তিনি জুনিয়রদের ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান নিয়েও কটাক্ষ করেছেন।

    কালনার সিঙ্গেরকোন এলাকায় তৃণমূলের তরফে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পিছনে বিজেপি ও সিপিএমের হাত রয়েছে বলে অভিযোগ তোলেন দেবু টুডু। একইসঙ্গে জুনিয়রদের উই ওয়ান্ট জাস্টিস নিয়ে তীব্র কটাক্ষ করেন তৃণমূল নেতা। তিনি বলেন, এটা বাংলা। ইংরেজরা নেই। তাই বাংলায় আবার উই ওয়ান্ট জাস্টিস কী? তৃণমূল নেতার মতে, উই ওয়ান্ট জাস্টিস হল ইংরেজি শব্দ। তাই লাল মুখোশধারীরাই এই স্লোগান দিচ্ছে। পরোক্ষে তিনি জুনিয়র ডাক্তারদেরই লাল মুখোশধারী বলেছেন। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, তৃণমূল নেতা আসলে ডাক্তারদের আন্দোলনে সিপিএমের হাত দেখছেন। তৃণমূল নেতার বক্তব্য, চিন-রাশিয়া থেকে লাল মুখোশধারীরা এসেছিল। লাল বাচ্চাগুলো এখন ইংরেজিতে বলছে জাস্টিস চায়। এপ্রসঙ্গে তিনি মাও সে তুং, কার্ল মার্ক্সের কথাও উল্লেখ করেন।

    তৃণমূল নেতার মন্তব্যের পাল্টা দিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উই ওয়ান্ট টু জাস্টিস বলে কলকাতায় মিছিল করেছিলেন। তাই ওনার আগে উচিত মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা কেন তিনি উই ওয়ান্ট জাস্টিস বলেছিলেন।

    আন্দোলনকারী চিকিৎসকরাও এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা জানিয়েছেন, অন্যায় হলে মানুষ জাস্টিস চাইবেই। এটা যুগ যুগ ধরে চলে আসছে। তবে তৃণমূল নেতা এখনও ইংরেজ আমলে পড়ে রয়েছেন বলে পালটা কটাক্ষ করেছেন জুনিয়ররা।

    অন্যদিকে, ডাক্তারদের আন্দোলনের প্রসঙ্গে বামেদের কাল কেউটে বলে নিশানা করেছেন বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। বারাসত ২নম্বর ব্লকের কেমিয়া কামারপাড়া এলাকায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে  যোগ দিয়ে সাংসদ পার্থ ভৌমিক আরজি করের প্রসঙ্গ টেনে বলেন, ‘সিপিএম এখন চোখের জল ফেলছে বলছে আহা আমার বোনটার কি হল! আমি মার্কসবাদী কমিউনিস্ট পার্টিকে বলছি এখনও অনেক হার্মাদ এই অঞ্চলে থাকে। এখন  হয়তো ভদ্র ব্যবহার করছেন। কিন্তু সময় এলে আবার এদের চেহারা দেখতে পারবেন।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)