• ৪০ বছরে পা দিচ্ছে কলকাতা মেট্রো, জন্মদিনে ফিরছে নন এসি রেক, ফিরে দেখা অতীত!
    হিন্দুস্তান টাইমস | ২১ অক্টোবর ২০২৪
  • এখন কলকাতা মেট্রো মানেই তো এসি রেক। নন এসি রেকের দিন শেষ। কিন্তু কেমন ছিল সেই সব নন এসি রেক?  মেট্রোর জন্মদিনে ফের দেখা যাবে এমনকী চড়াও যাবে সেই নন এসি রেকে। আসলে পুরনো সেই দিনের কথার সঙ্গে তাল মিলিয়ে মেট্রোর ৪০ তম জন্মদিনে আসছে সেই নন এসি রেক। মহানায়ক উত্তরকুমার থেকে ময়দান পর্যন্ত চলবে এই নন এসি রেক। মূলত নন এসি রেকে চড়ার সেই আগের অভিজ্ঞতা পাওয়ার জন্যই এই বিশেষ উদ্যোগ। আপাতত নোয়াপাড়া কারশেডে রয়েছে এই রেক। সেই রেকটিকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। সেখানে চড়ার অভিজ্ঞতা নিতে পারেন আপনিও। 

    বছর তিনেক আগে কলকাতা মেট্রোর ইতিহাস থেকে মুছে যায় নন এসি রেক। আর নন এসি রেক নেই কলকাতা মেট্রোতে। তবে নোয়াপাড়া রেকে এখনও আছে তেমন রেক। সেই রেককে ফের মেট্রোপথে নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার এই নন এসি রেককে ফের রেলপথে নামানো হবে। মূলত যাত্রীরা যাতে ফের সেই নন এসি রেকে চড়ার অভিজ্ঞতা নিতে পারেন সেকারণেই এই ব্যবস্থা। এই রেকটিকে মেট্রোর পুরনো দিনের নানা কথায় সাজিয়ে তোলা হচ্ছে। ফুল দিয়ে সাজানো হচ্ছে এই রেকটিকে। 

    মূলত মেট্রোর ইতিহাসের নানা দিককে তুলে ধরা হচ্ছে এই নন এসি রেককে। মেট্রোর জন্মদিন উপলক্ষে বিশেষ লোগো প্রকাশ করা হচ্ছে। নানা ধরনের প্রদর্শনীরও আয়োজন করা হচ্ছে। 

    নানা উত্থান পতনের মাধ্যমে আজকের মেট্রো এই জায়গায় এসে দাঁড়িয়েছে। কলকাতা শহর জুড়ে জাল বিছিয়েছে কলকাতা মেট্রো। তবে সবটাই এমন ছিল না। একটা সময় ছিল কেবলমাত্র সীমিত রুটে চলত মেট্রো। তবে সেই মেট্রোর রুট ক্রমশ বেড়েছে। একাধিক জায়গায় মেট্রো আর পাতালপথে নয়। মেট্রো চলে ওপর দিয়ে। আরও নতুন নতুন রুট তৈরি হচ্ছে কলকাতা মেট্রোতে। আরও আধুনিক আরও স্মার্ট হচ্ছে কলকাতা মেট্রো। গঙ্গার নীচে দিয়েও আজ চালু হয়েছে মেট্রো। এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী মেট্রোর যাত্রীরা। 

    তবে এবার মেট্রোর জন্মদিনে সেই অতীতের পথ চলাকে স্মরণ করা হবে। মেট্রোর সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাসকে ফের তুলে ধরা হবে সাধারণ মানুষের কাছে। মেট্রোর নন এসি রেককে নতুন করে সাজিয়ে তোলা হবে। সেই নন এসি রেকে চাপতে পারবেন আপনিও। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)