• থিমের রেষারেষিতে ছাড় পেল না জীবন্ত উটও! আইনি জটে জড়াল পুজো কমিটি
    হিন্দুস্তান টাইমস | ২১ অক্টোবর ২০২৪
  • কলকাতা: থিমের রেষারেষিতে বেশিরভাগ পুজো কমিটিই চায় নিজেদের সেরা হিসেবে তুলে ধরতে। এবার তেমনই কারিকুরি করতে গিয়ে আইনে জটে জড়িয়ে পড়ল হুগলির একটি পুজো। হুগলির বৈদ্যবাটির নার্সারি রোড বারোয়ারি দুর্গাপুজো কমিটির । পুজোর কয়েকদিন মণ্ডপেই থিমের অংশ হিসেবে উটটিকে দাঁড় করিয়ে রাখা হয়। এই ঘটনা চোখে পড়ে পশুপ্রেমীদের। সপ্তমীর দিন কেপ ফাউন্ডেশন নামক একটি সংস্থার তরফে অভিযোগ দায়ের হয় শেওড়াফুলি থানায়। 

    অভিযোগ দায়ের করা হলেও পুলিশ পুজো কমিটির বিরুদ্ধে তৎক্ষণাৎ কোনও পদক্ষেপ নেয়নি বলে সংবাদমাধ্যমের খবর। বরং গ্রেফতার করা হয় উটমালিককে। উটের মালিককে সম্প্রতি হুগলি জেলা আদালতে পেশ করা হয়। সেখানে এক হাজার টাকার বন্ডে জামিন পান তিনি। সপ্তমীতে অভিযোগ দায়ের করা হলেও উটটি দশমী পর্যন্ত মণ্ডপেই দাঁড়িয়েছিল। তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারেনি পুলিশ। দশমীর পর উটটিকে তুলে নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় অ্যানিমাল ওয়েলফেয়ার হাসপাতালে।

    উট কোনও বন্য়প্রাণী নয়। ফলে বন্য়প্রাণী সংরক্ষণ আওতায় পড়ে না এই প্রাণী। কিন্তু ভারতীয় আইন অনুযায়ী উট ‘ডোমেস্টিক অ্যানিমাল’। তাই চাইলেই যেভাবে ইচ্ছে ব্যবহার করা যায় না উটকে। প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস অ্যাক্ট অনুযায়ী, উটকে কোনও বিনোদনমূলক কাজে ব্যবহার করা যায় না।  

    পুজো কমিটির অবশ্য বক্তব্য, তারা উট রেখে কোনও ব্যবসা করেননি। তাই যতদূর আইনি লড়াই লড়তে হয়, তারা লড়বেন। প্রসঙ্গত, রাজ্যে যখন রাজস্থান উৎসব হয়, তখন ভিন রাজ্য থেকে উট নিয়ে আসা হয়। কিন্তু প্রতিটি উটের জন্য চিকিৎসক নিয়োগ থেকে অন্যান্য নিরাপত্তার দায়িত্ব থাকে রাজ্য সরকারের। তাই থিমের অংশ হিসেবে মণ্ডপে উট রাখতে চাইলেই রাখা যায় না। সংবাদমাধ্যমকে এমনটাই জানাচ্ছেন রাজ্যের প্রাণীসম্পদ ভবনের এক আধিকারিক।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)