প্রত্যক্ষ্যদর্শীদের বয়ান অনুযায়ী, মোটর বাইকের পিছনের আসনে বসে হাসপাতালে ‘ডিউটি’ করতে যাচ্ছিলেন ৩১ বছরের মৌসুমি। রোদ থেকে মাথা বাঁচাতে ছাতা খুলে বসেছিলেন বাইকে। হাসপাতালের প্রায় কাছাকাছি চলে গিয়েছিলেন। ওই সময় হাওয়ায় মোসুমির হাতের ছাতাটি উল্টে যায়। তিনি নিজের ভারসাম্য রাখতে না-পেরে বাইক থেকে উল্টে রাস্তায় পড়ে যান। কিছু ক্ষণের মধ্যেই তিনি মারা যান।
পুলিশ সূত্রে খবর, মৌসুমির বাড়ি রাজানগর এলাকায়। তিনি জঙ্গিপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালের লেবার রুমে কর্মরত ছিলেন। সোমবার দুপুরেও কাজে যোগ দিতে গিয়েছিলেন। কিন্তু দুপুর ২টো নাগাদ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। চলন্ত বাইক থেকে ছিটকে রাস্তায় উল্টে পড়ে যান তিনি। পুলিশ আরও জানিয়েছে, ওই নার্সের মাথায় গুরুতর চোট লেগেছিল। প্রচুর রক্তক্ষরণ হয়। দুর্ঘটনাস্থল থেকে প্রায় সঙ্গে সঙ্গে মৌসুমিকে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসা করার কার্যত কোনও সুযোগ মেলেনি। মৃতার দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।