মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর অবশেষে 'আমরণ অনশন' কর্মসূচি প্রত্যাহার করে নিলেন জুনিয়র ডাক্তাররা। নবান্নের বৈঠক থেকে ফিরে আলোচনায় বসেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। সেখানেই অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, নিজেদের দাবি পূরণে এবং আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়। পাশাপাশি, মঙ্গলবার স্বাস্থ্য ধর্মঘটের কর্মসূচিও প্রত্যাহার করে নেওয়া হয়।সোমবার ধর্মতলায় অনশন মঞ্চে আসেন আরজি কর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। তাঁদের সঙ্গেও আলোচনা করেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তাররা বলেন, 'আরজি-কর কাণ্ডে নির্যাতিতার বাবা-মা এসেছেন। তাঁরা অনুরোধ করছেন। তাঁরা জানাচ্ছেন, তাঁরা এক সন্তান হারিয়েছেন। সরকারের কথা সদর্থক যে লেগেছে তা নয়। কিন্তু অনশনরতদের কারও কিছু যেন না-হয়।' তাঁদের অনুরোধ রাখা হচ্ছে বলে জানান আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা।
সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন, 'আমরা সিদ্ধান্ত নিয়েছি, আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার। আমাদের লড়াইকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়ে অনশন তুলছি।'
সোমবারই নতুন কর্মসূচির কথা ঘোষণা করেন তাঁরা। আগামী শনিবার মহাসমাবেশ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আরজি কর মেডিক্যাল কলেজে এই কর্মসূচির আয়োজন করা হবে। আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে দেবাশিস বলেন, 'সাধারণ মানুষের কথা ভেবেই আমরা আন্দোলন করছি। সাধারণ মানুষের কথা আমরাই ভাবছি। আমরাই ভাবব। তাই এই অনশন প্রত্যাহার করলাম।'