• বৃষ্টি থামলেও গ্রাম থেকে সরছে না জল, 'দানা'র পূর্বাভাসে বাড়ছে ভয়
    এই সময় | ২২ অক্টোবর ২০২৪
  • দুর্গাপুজোয় মণ্ডপ ডুবেছে জলে। লক্ষ্মীপুজোতেও গ্রাম অন্ধকারে ডুবে ছিল। এখনও নামেনি জল। হাওয়া অফিস এরইমধ্যে আবারও দুর্যোগের পূর্বাভাস শুনিয়েছে। আর তাতেই দুশ্চিন্তায় ঘুম উড়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ও বাদুরিয়া ব্লকের বাসিন্দাদের। ফের বৃষ্টি হলে এবার সব ভেসে যাবে, ঘোর আশঙ্কা তাঁদের।পুজোর আগে দফায় দফায় তুমুল বৃষ্টি হয়েছে। আপাতত বৃষ্টি থামলেও এখনও জলবন্দি এলাকার ৫টি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ। জল ঠেলে চলছে দিনযাপন। যেসব ঘরে বারো মাসের রোগী রয়েছে, সেই সব পরিবার তো অথৈ জলে।

    স্থানীয় বাসিন্দা লক্ষ্মণ সর্দারের কথায়, 'দুর্গাপুজোর সময় আমাদের মণ্ডপে জল থইথই। মানুষ বসতে পারেনি পর্যন্ত। অনেকে তো মণ্ডপ অবধি যেতেই পারেননি। জমিজমাও তো জলের তলায়। এরপর লক্ষ্মীপুজোয় আমাদের গ্রাম অন্ধকারে ডুবে। আলো জ্বলেনি। আলো জ্বলবে কীভাবে? বিদ্যুতের তার মাটিতে পড়ে আছে। নমো নমো করে পুজো সারা হয়েছে। সামনে আবার আলোর উৎসব আসছে। জানি না আমরা আলো দেখব কি না। জল একটু সরলে বেঁচে যেতাম। আবার ঝড় আসছে শুনছি। তাতে মহা দুশ্চিন্তায় রয়েছি আমরা।'

    এলাকায় চাষের ক্ষতি হয়েছে। মাছ চাষও ক্ষতির মুখে। এখনও নোনা জল জমে রয়েছে বেশ কয়েকটি গ্রামে। বাধ্য হয়ে রবিবার গ্রামের লোকেরা কোদাল হাতে পথে নামেন। খাল কেটে জল নিকাশের চেষ্টা করেন, যাতে গাঁয়ের জমা জল ইছামতীতে গিয়ে পড়ে।
  • Link to this news (এই সময়)