পূর্বের কথা মতই সোমবার জুনিয়র ডাক্তাররা আলোচনায় বসেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। নবান্নে আগে লাইভ স্ট্রিমিংয়ের জন্য ভেস্তে গিয়েছিল বৈঠক। এ বার জুনিয়রদের দাবি ছাড়াই বৈঠকের লাইভ স্ট্রিমিং করছে নবান্ন। বৈঠকে উপস্থিত রয়েছেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের পাশপাশি স্বাস্থ্যসচিবও। বৈঠক চলাকালীন এক জুনিয়র ডাক্তার বলেন, 'স্বাস্থ্যসচিবের বিরুদ্ধে আমাদের অভিযোগ রয়েছে। আপনি প্রমাণ চেয়েছেন। স্যরের হাত দিয়ে বেশ কিছু চিঠি বেরিয়েছে।' তারপরই মুখ্যমন্ত্রী অভিযুক্ত শব্দ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তখন এক জুনিয়র চিকিৎসক পাল্টা বলেন, দোষ প্রমাণের আগে তাঁকে দোষী বলা যাবে না। তবে অভিযুক্ত বলা যেতে পারে।'
এরপর মুখ্যসচিব মনোজ পন্থকে বলবার জন্য বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিব বলেন, 'কাজ অনেকটা এগিয়েছে। প্রত্যেক মেডিক্যাল কলেজে যাতে নিরাপদ পরিবেশ থাকে, তা আমাদেরও চেষ্টা। আমরা স্টেট লেভেল টাস্ক ফোর্স করেছি। গ্রিভ্যান্স রিড্রেসল সেল গঠন করা হয়েছে। ইমেল আইডি দিয়েছি, যেখানে অভিযোগ জানাতে পারবেন।' এরপর মুখ্যসচিব আশ্বাস দেন ২০২৫ সালের মার্চের মধ্যে প্রত্যেক মেডিক্যাল কলেজে নির্বাচন শেষ হবে। দ্রুত শুন্যপদ পূরণ হবে।
ডাক্তারদের শুন্যপদে নিয়োগ প্রসঙ্গে মমতা বলেন, 'আগে ডাক্তারের সংখ্যা ছিল চার হাজার। আমরা এসে তা বৃদ্ধি করে ১৭ হাজার করেছি। কেন্দ্রের থেকে টাকা পাইনা, তাও হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো হয়েছে।'
যদিও শুরুতেই কড়া মেজাজের মমতাকে দেখা গেল বৈঠকের মাঝে হেসে ফেলতে।
বিস্তারিত আসছে...