• সোনাঝুরি হাট ‘দখল’ নিয়ে অশান্তি, আতঙ্ক
    এই সময় | ২২ অক্টোবর ২০২৪
  • এই সময়, শান্তিনিকেতন: নতুন ব্যবসায়ীদের বসাকে কেন্দ্র করে বীরভূমের শান্তিনিকেতন থানার সোনাঝুরির খোয়াই হাটে অশান্তি ছড়াল। সোমবার নতুন ও পুরোনো ব্যবসায়ীদের মধ্যে হাতাহাতিতে পর্যটকরা আতঙ্কিত হয়ে পড়েন৷ বন দপ্তর ও শান্তিনিকেতন থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। সমস্যা মেটাতে দ্রুত বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।হাটে কারা বসবেন, কী নিয়ম হবে সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে বৈঠকে। মূলত মহিলারা দীর্ঘদিন ধরে তাঁদের নানা হস্তশিল্প, খাবার বিক্রি করেন এই হাটে। এ দিন নতুন ব্যবসায়ীরা অন্য জায়গা থেকে সামগ্রী কিনে এনে বসার চেষ্টা করেন বলে অভিযোগ। অভিযোগ, বোলপুর পুরসভার স্থানীয় কাউন্সিলারের মদতেই তাঁরা হাটে বসতে এসেছিলেন।

    বিশ্বভারতী কলাভবনের প্রাক্তন ছাত্রী, প্রয়াত শ্যামলী খাস্তগীরের উদ্যোগে ২৪ বছর আগে শুরু হয় খোয়াই হাট। সোমবার ৩০ জন নতুন ব্যবসায়ী এই হাটে এসেছিলেন। আদিবাসী নৃত্যশিল্পীদের নির্দিষ্ট জায়গায় পসরা সাজিয়ে তাঁরা জোর করে বসে পড়েন বলে অভিযোগ। পুরোনো ব্যবসায়ীরা বাধা দিলেই শুরু হয় দু’পক্ষের অশান্তি। হাতাহাতিও হয়৷ চরম বিশৃঙ্খলা শুরু হলে হাট ছাড়েন পর্যটকরা৷

    বোলপুর বন দপ্তরের রেঞ্জার জ্যোতিষ বর্মন বনকর্মীদের নিয়ে ঘটনাস্থলে আসেন৷ শান্তিনিকেতন থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ আপাতত নতুন ব্যবসায়ীরা প্রশাসনিক বৈঠকের আগে এই হাটে ঢুকবেন না বলে সিদ্ধান্ত হয়েছে।

    ব্যবসায়ী বাবলু সরেন, শেখ লালুরা বলেন, ‘বনদপ্তর নিজেদের জায়গা ঘিরে নিয়েছে। তাই আমাদের জায়গা কমে গিয়েছে। আচমকা আদিবাসী শিল্পীদের হটিয়ে ৩০ জন ব্যবসায়ী বসতে চেয়েছিলেন। তাই নিয়েই অশান্তি।’ কাউন্সিলার সঙ্গীতা দাস বলেন, ‘সবার সঙ্গে আলোচনা করেই সমস্যার সমাধান করা হবে।’
  • Link to this news (এই সময়)