• ভিনরাজ্যে কাজে গিয়ে কান্দির যুবকের মৃত্যু
    বর্তমান | ২২ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, কান্দি: ভিনরাজ্যে কাজে গিয়ে জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল ভরতপুর থানার সৈয়দকুলুট গ্রামের যুবকের। মৃতের নাম ফুলকান শেখ(২৩)। গত শনিবার রাতে তিনি মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার মৃতের দেহ বাড়িতে ফিরতেই গ্রামে শোক নেমে আসে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবক বেশি রোজগারের আশায় কয়েকবছর ধরে ভীন রাজ্যে কাজ করছেন। তবে এবারে প্রায় একমাস আগে উজ্জ্বয়নির একটি রুটির কারখানায় কাজে গিয়েছিলেন তিনি। সেখানে দিন কুড়ি কাজ করার পরেই জ্বরে আক্রান্ত হন। চিকিৎসা চললেও পুরোপুরি সুস্থ হচ্ছিলেন না বলে দাবি পরিবারের। এরপর শনিবার বাড়াবাড়ি হলে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ওইদিন রাতের দিকে তিনি মারা যান। এরপর সেখানে কর্মরত স্থানীয় ছয়জন যুবক এদিন সকালে যুবকের দেহ বাড়িতে নিয়ে আসেন। গ্রামের টিটু শেখ বলেন, মৃত যুবক ও আমি একই কারখানায় কাজ করতাম। শনিবার ওঁর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। মারা যাওয়ার পর আমরা ছয়জন মিলে দেহ বাড়িতে নিয়ে আসি। এদিকে এদিন দেহ বাড়িতে ফিরতেই শোক নেমে আসে গ্রামজুড়ে। মৃতের বাড়িতে গিয়ে দেখা গেল। মাটির দেওয়াল দেওয়া খড়ের চালার এক কামড়ার ঘর। সেখানেই মাকে সঙ্গে নিয়ে থাকতেন ওই যুবক। তাঁর আরও তিনটি দাদা থাকলেও তাঁরা নিজেদের বাড়িতে থাকেন। গোটা বাড়িতে প্রতিবেশিরা ভীড় জমিয়েছেন। মৃতের মা মেহেজান বিবি বলেন, প্রায় সাতবছর আগে স্বামীর প্যারালাঽসিসে মৃত্যুর পর এই ছেলেকে নিয়েই সংসার চালাচ্ছিলাম। আমার সব ছেলের অবস্থা খুব খারাপ। তবে এই ছেলেই বেশি রোজগার করত। একমাস আগে ওর গ্রামেই বিয়ে ঠিক করেছিলাম। এখন সব কিছু শেষ হয়ে গেল।
  • Link to this news (বর্তমান)