• রায়গঞ্জে বনদপ্তরের  তৎপরতায় ৬০টি কচ্ছপ উদ্ধার, ধৃত ৯
    বর্তমান | ২২ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: কচ্ছপ পাচার চক্রের বিরুদ্ধে অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল বনদপ্তরের রায়গঞ্জ ডিভিশন। উদ্ধার হল ৬০টি জীবন্ত দেশি কচ্ছপ। এই ঘটনায় তারা সাত জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে দু’জন রায়গঞ্জের। বাকি পাঁচ জন উত্তর প্রদেশের বাসিন্দা। পাচারের কাজে ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে বনদপ্তর জানিয়েছে। 

    বনদপ্তরের রায়গঞ্জ ডিভিশন জানিয়েছে, সংরক্ষিত বন্যপ্রাণ হিসেবে চিহ্নিত এই দেশি কচ্ছপগুলি। এর পাচার চক্রকে হাতেনাতে পাকড়াও করতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চলছিল। লাগাতার সেই প্রক্রিয়াতেই শেষ পর্যন্ত সোমবার পাচারকারীরা ধরা পড়ে। উত্তরপ্রদেশের সুলতানপুর থেকে ট্রেনে করে জীবন্ত ওই কচ্ছপগুলিকে ২২টি ব্যাগে ভরে প্রথমে মালদহ পর্যন্ত আনা হয়। সেখান থেকে একটি গাড়িতে চাপিয়ে কচ্ছপগুলিকে বালুরঘাট পর্যন্ত নিয়ে যাওয়ার ছক ছিল পাচারকারীদের। কিন্তু তার আগেই বনদপ্তরের রায়গঞ্জ ডিভিশনের অধীন রায়গঞ্জ, বালুরঘাট ও কুশমণ্ডি তিনটি রেঞ্জের তৎপরতায় গোটা চক্রটি ধরা পড়ে। গাড়িটিকে আটক করা হয় বংশীহারি এলাকায়। মোট ৬০টি কচ্ছপ উদ্ধার হয়। রায়গঞ্জের ডিএফও ভূপেন বিশ্বকর্মা জানিয়েছেন, গোপন সূত্রে জানতে পারি উত্তর প্রদেশ থেকে কচ্ছপের একটি বড়সড় কনসাইনমেন্ট বালুরঘাট আসছে। খবর পেয়ে আমরা চক্রটিকে ধরতে অভিযান চালাই। তাতেই নির্ধারিত গন্তব্যে পৌঁছনোর আগেই ধরা পড়ে চক্রটি। ৬০টি কচ্ছপ উদ্ধার হয়েছে। দেখা হচ্ছে ধৃতদের সঙ্গে আর কারা যুক্ত। কোথায় পাচার হচ্ছিল, তা নিয়েও আমরা অনুসন্ধান শুরু করেছি।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)