• রাজ্যে উপ নির্বাচনের জন্য ৮৯ কোম্পানি আধাসেনা
    বর্তমান | ২২ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করেছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই ধারার সঙ্গে সাযুজ্য রেখে রাজ্যের ছ’টি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে মোট ৮৯ কোম্পানি আধাসেনা নিয়োগ করতে চলেছে কমিশন। ১৩ নভেম্বর উপ নির্বাচন হবে সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং তালডাংরা কেন্দ্রে। স্বাভাবিকভাবেই কেন্দ্র পিছু গড়ে ১৫ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। ২৫ অক্টোবরের মধ্যেই ৮৯ কোম্পানি বাহিনী চলে আসবে রাজ্যে। তার মধ্যে ২৪ কোম্পানি সিআরপিএফ, ৩০ কোম্পানি বিএসএফ, ১২ কোম্পানি সিআইএসএফ, ১০ কোম্পানি আইটিবিপি এবং ১৩ কোম্পানি এসএসবি জওয়ান। কমিশন সূত্রের খবর, রাজ্যে পৌঁছনোর পরই ভাগে ভাগে ওই ছয়টি বিধানসভা কেন্দ্রে পৌঁছে যাবে আধাসেনা। তারপরই শুরু হবে রুট মার্চ এবং এরিয়া ডমিনেশনের পর্ব। নির্বাচনী ফলাফল ঘোষণা না-হওয়া পর্যন্ত রাজ্যে থাকবে বাহিনী। 

    এদিকে, উপ নির্বাচন হতে চলা পাঁচ জেলায় আবাস যোজনার সমীক্ষা বন্ধ রাখার আর্জি জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) এবং মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে বিজেপি। সমীক্ষার কাজ ২১ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত হওয়ার কথা। বিজেপির দাবি, নির্বাচন রয়েছে এমন জেলাগুলিতে সমীক্ষার কাজ হলে ভোটাররা প্রভাবিত হতে পারেন। তাই আদর্শ আচরণবিধি চলাকালীন এই কাজ বন্ধ রাখা হোক।
  • Link to this news (বর্তমান)