• সেপ্টেম্বরে বিএসকে থেকে সবচেয়ে বেশি আয় রাজ্যের
    বর্তমান | ২২ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গত সেপ্টেম্বরে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে রাজ্যের সর্বাধিক রাজস্ব আদায় হয়েছে। ওই মাসে ৩৮ কোটির বেশি টাকা জমা পড়েছে কোষাগারে। তার মধ্যে বিদ্যুৎ বিল বাবদ জমা হয়েছে সবচেয়ে বেশি টাকা। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ওই মাসে যত মানুষ পরিষেবা নিতে গিয়েছিলেন তা অন্যান্য মাসের তুলনায় কম। তা সত্ত্বেও আর্থিক লেনদেন হয়েছে অনেক বেশি। জেলাগুলির মধ্যে গতমাসে  পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি মানুষ পরিষেবা নিয়েছেন।  এই দুই জেলা মিলিয়ে প্রায় ৯ কোটি টাকার লেনদেন হয়েছে। রাজ্যের হিসেবে, জুলাই মাসে যেখানে ১৫ লক্ষাধিক মানুষ বিভিন্ন বিএসকেতে গিয়েছিলেন, সেখানে সেপ্টেম্বরে সেই সংখ্যাটি ছিল ১১ লক্ষের কিছু বেশি। প্রায় সব জেলাতেই বিদ্যুৎ বিল জমার পর মানুষ পরিষেবা বেশি নিয়েছেন রেশন কার্ড তৈরি বা সংশোধনের জন্য।
  • Link to this news (বর্তমান)