• নাম ঘোষণায় বিভ্রাট, ‘অসুস্থ’ রেক নিয়ে উদাসীন মেট্রোরেল, পুজোর সময় চরমে উঠেছিল দুর্ভোগ 
    বর্তমান | ২২ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে মহা ফাঁপরে পড়তে হয়েছে কলকাতা মেট্রোর অসংখ্য যাত্রীকে। সৌজন্যে বিএইচইএল (ভেল) মেট্রো রেক! স্টেশনের ভুল নাম ঘোষণার ‘অসুখ’ এই মেট্রো রেকগুলির ক্ষেত্রে অবশ্য নতুন নয়। বর্তমানে কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে ১৩টি ভেল রেক যাত্রী পরিষেবায় যুক্ত। এছাড়া রয়েছে ১৪টি মেধা রেক এবং ৩টি চীনা রেক। মেধা ও চীনা রেকগুলিতে অটোমেটিক সফ্টওয়্যারের সুবিধা রয়েছে। ফলে প্রান্তিক স্টেশন থেকে চালক একবার আপ কিংবা ডাউন ‘সিলেক্ট’ করে দিলে গোটা যাত্রাপথে স্বয়ংক্রিয় পদ্ধতিতে স্টেশনের নাম ঘোষণা হতে থাকে। কিন্তু ভেল মেট্রো রেকের ক্ষেত্রে প্রত্যেক স্টেশনের জন্য প্রতিবার চালককে ‘ম্যানুয়ালি’ বোতাম টিপে ঘোষণা নিয়ন্ত্রণ করতে হয়। সেখানে ভুল হলে ভুগতে হয় শ’য়ে শ’য়ে যাত্রীকে। এবারের পুজোয় ভুল ঘোষণা সংক্রান্ত এই সমস্যা ভয়াবহ আকার নিয়েছিল বলে দাবি ভুক্তভোগীদের।  

    উদাহরণ দিয়ে মেট্রো ভবনের এক কর্তা বলেন, ‘ধরুন, কোনও রেকের আটটির মধ্যে চারটি কোচ যখন যতীন দাস পার্ক স্টেশনে ঢুকেছে, তখন ঘোষণা শোনা গেল, পরবর্তী স্টেশন কালীঘাট। পুজোয় লক্ষ লক্ষ যাত্রী এই বিভ্রান্তিকর ঘোষণার শিকার হয়েছেন। নির্দিষ্ট পুজো প্যান্ডেলের জন্য কোনও  স্টেশনে নামতে গিয়ে তাঁরা হয়তো আগের বা পরের স্টেশনে নেমে পড়ছেন। ফের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টোকেন কাটতে বাধ্য হয়েছেন তাঁরা।’ ওই মেট্রোকর্তা আরও জানান, গত কয়েকবছর ধরেই এই সমস্যা চলছে। সংবাদমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। কিন্তু যাত্রীস্বার্থে তা সমাধানে কার্যকরী কোনও পদক্ষেপ হয়নি। আক্ষেপের সুরে তিনি আরও বলেন, ‘আগামী বৃহস্পতিবার কলকাতা মেট্রো ৪০ বছর পূরণ করছে। তার উদযাপনে কোটি কোটি টাকা খরচ করছে কর্তৃপক্ষ। অথচ নিত্যদিন যাত্রী দুর্ভোগের চিত্র অপরিবর্তিত থাকছে।’ মেট্রো সূত্রে জানা গিয়েছে, পুজোর মধ্যে ভুল ঘোষণার ফলে ভুক্তভোগী যাত্রীদের একাংশের ক্ষোভ আছড়ে পড়েছিল। সব মিলিয়ে স্টেশন মাস্টার থেকে মেট্রোর সাধারণ কর্মীরাও রীতিমতো ক্ষুব্ধ। কর্মীর অভাবে এবারের পুজোয় একাধিক স্টেশন মাস্টারকে হাতে মেশিন নিয়ে বাস কন্ডাক্টারদের মতো টিকিট কাটতে দেখা গিয়েছে। এ প্রসঙ্গে মেট্রো রেলওয়ে প্রগতিশীল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সমীর বেরা বলেন, ‘পুজোর ভিড়ে স্টেশন মাস্টার থেকে কর্মীরা কাউন্টারের বাইরে কিউআর কোড ব্যবহার করে টিকিট বেচেছেন। এই ঘটনা কলকাতা মেট্রোর কর্মচারীদের সম্ভ্রম ও ভাবমূর্তিতে সরাসরি আঘাত করেছে।’ এভাবে কাঁধে ব্যাগ ঝুলিয়ে টিকিট বিক্রির টাকা চুরি কিংবা তছরূপ হলে দায় কে নেবে, প্রশ্ন তুলেছেন সমীরবাবু।
  • Link to this news (বর্তমান)