• ডুবে গিয়েছিল বন্যার জলে, সিলেবাস শেষ করতে আগেই খুলে গেল দ্বীপাঞ্চলের স্কুল
    বর্তমান | ২২ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছিল আমতা ২ নম্বর ব্লকের দ্বীপাঞ্চল  ভাটোরা ও ঘোড়াবেড়িয়া চিৎনান গ্রাম পঞ্চায়েত এলাকা। বন্যার জলে ডুবেছিল উত্তর ভাটোরা উচ্চ বিদ্যালয়। বেশ কিছুদিন ওই স্কুল বন্ধ রাখতে হয়েছিল। বন্যার জল নামার পর স্কুল খুললেও দুর্গাপুজো এসে যাওয়ায় ছুটি পড়ে যায়। তাই সিলেবাস শেষ করার তাগিদে নির্ধারিত দিনের আগেই খুলে গেল স্কুল। সোমবার থেকেই শুরু হয়েছে ক্লাস। অন্যদিকে, স্কুলের এই সিদ্ধান্তে খুশি ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা। সম্প্রতি ডিভিসির ছাড়া জলে হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লকের পাশাপাশি আমতা ২ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছিল। ব্লকের দ্বীপাঞ্চল জলমগ্ন হয়ে পড়ায় সমস্যার মুখে পড়েছিলেন বাসিন্দারা। রাস্তাঘাট, বাড়িঘর, চাষের জমি, স্কুল সবই বন্যার জলে ডুবেছিল। উত্তর ভাটোরা উচ্চ বিদ্যালয়ের একতলা পর্যন্ত জল উঠেছিল। স্বভাবতই স্কুল ছুটি দিতে হয়েছিল। আটদিন বন্ধ থাকার পর স্কুল খুললেও কয়েকদিন বাদেই পুজোর ছুটি পড়ে যায়। ঠিক ছিল, নভেম্বর মাসে ভাইফোঁটার পর স্কুল খুলবে। তবে বন্যা পরিস্থিতির কারণে পড়াশোনার যে ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণ করতেই সোমবার থেকে খুলে দেওয়া হয়েছে স্কুল। প্রথম দিনেই ৫০ শতাংশ পড়ুয়া হাজির হয়েছিল। এ প্রসঙ্গে ওই স্কুলের শিক্ষক দিব্যেন্দু দাস বলেন, বন্যার সময় বেশ কিছুদিন স্কুল বন্ধ থাকায় সিলেবাস শেষ করার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। সেই সমস্যার সমাধান করতেই নির্ধারিত দিনের আগেই স্কুল খুলে দেওয়া হল। এ ব্যাপারে পুজোর ছুটির আগেই পড়ুয়াদের নোটিস দেওয়া হয়েছিল। স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি অভিভাবকরা। তাঁদের মতে, বন্যার কারণে এমনিতেই ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি হয়েছে। তবে শিক্ষকদের এই উদ্যোগ সেই ক্ষতি অনেকটাই পুষিয়ে দেবে। 
  • Link to this news (বর্তমান)