• শিয়ালের মুখে আটকে প্লাস্টিকের কৌটো, ত্রাতা পরিবেশকর্মীরা
    বর্তমান | ২২ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: আট দিন ধরে মুখে প্লাস্টিক কৌটো আটকে থাকায় বিধ্বস্ত হয়ে পড়েছিল একটি শিয়াল বা গোল্ডেন জ্যাকেল। মুখ থেকে কৌটো খুলে সেটিকে মুক্ত করে দিলেন পরিবেশকর্মীরা।

    দুর্গাপুজোর বিজয়ার সময়ে বাগনানের দুই বাসিন্দা আশিস দাশগুপ্ত এবং তাপস দাস বাগনান শ্যামপুর সীমানায় দেওয়ানতলার কাছে দামোদরে মাছ ধরতে গিয়েছিলেন। সেখানে খালের পাশে মুখে প্লাস্টিক জার আটকে থাকা একটি শিয়ালকে ঘুরতে দেখেন তাঁরা। ঘটনার সাতদিন পর শেয়ালটি ক্লান্ত শরীরেও প্রায় তিন কিলোমিটার পেরিয়ে ছয়ানি গ্রামে চলে আসে। সেখানে এক পরিবেশকর্মী শিয়ালটিকে ধরে একটি নির্মীয়মাণ গ্যারাজে আটকে রাখেন। এরপর আরও দুই পরিবেশকর্মী সেখানে যান এবং তিনজনে মিলে শিয়ালটির মুখ থেকে কৌটো খুলে দেন। পরে তাকে খাবার খাইয়ে কিছুটা সুস্থ করে পরিবেশে মুক্ত করে দেওয়া হয়। 
  • Link to this news (বর্তমান)