• কৃষ্ণনগরে ছাত্রী খুনের তদন্তে তিন কেমিক্যাল এক্সপার্ট
    এই সময় | ২২ অক্টোবর ২০২৪
  • এই সময়, কৃষ্ণনগর: ছাত্রীর রহস্যমৃত্যুর পাঁচ দিন পরেও চলছে ঘটনাস্থল পরীক্ষা। সোমবার বিকেলে তিন সদস্যের কেমিক্যাল এক্সপার্ট কৃষ্ণনগরে ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করেন। এ দিন সন্ধ্যের আগে লেজার লাইট দিয়ে এক ঘণ্টা ধরে ঘটনাস্থলের না-খোলা পুজো প্যান্ডেলের কাপড়, মৃতদেহ উদ্ধারের জায়গা পরীক্ষা করেন তাঁরা। দুর্গাপুজোর ওই প্যান্ডেলের সিলিংয়ের কাপড়ের পুড়ে যাওয়া অংশও পরীক্ষা করতে দেখা যায় তাঁদের।কৃষ্ণনগরের জেলা পুলিশ সুপার অমরনাথ কে এ দিন বলেন, ‘ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির তিন জন কেমিক্যাল এক্সপার্ট ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় পরীক্ষা করেছেন। ধৃত রাহুলকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন রাতে এলাকায় থাকা সিসি ক্যামেরার আরও ফুটেজ পুলিশের হাতে এসেছে। তা খতিয়ে দেখা হচ্ছে। সেদিন রাতে দুর্গা মণ্ডপের ওই রাস্তায় কেউ তরুণীর পিছু নিয়েছিল কিনা তা জানতে আশপাশের ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

    এ দিন দুপুরে কৃষ্ণনগরে পোস্ট অফিস মোড়ে একটি জনসভা করেন সিপিএমের যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করার পরে তিনি বলেন, ‘পুলিশের তদন্তের দিকে আমাদের নজর থাকবে।’
  • Link to this news (এই সময়)