বিজেপির অভিযোগ, ইতিমধ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। ফলে, যে পাঁচ জেলায় উপনির্বাচন রয়েছে, সেই জেলাগুলিতে এই কাজ আপাতত বন্ধ রাখা হোক। সেই সঙ্গে তাঁদের দাবি, ১০০% বুথে আধা-সেনা মোতায়েন করতে হবে। নির্বাচনের দিন ভোট-গ্রহণ কেন্দ্রে কোনও ভাবেই রাজ্যের পুলিশ রাখা যাবে না। তাঁদের আরও দাবি, নির্বাচনী প্রচার শেষ হওয়ার পর থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সিভিক ভলান্টিয়ারদের স্থানীয় থানার বাইরে বার হতে দেওয়া যাবে না। পাল্টা তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের মন্তব্য, “নাচতে না-জানলে উঠোন বাঁকা! ওদের কাজ কী? দাঁড়ানো আর হারা! বিধানসভা, লোকসভা ভোট হয়েছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে। ওরা গো-হারা হেরেছিল। আবার হারবে জেনে নাটক করছে।”