• চলন্ত পুলকার থেকে নির্গত হচ্ছে ধোঁয়া, সল্টলেকে অল্পের জন্য রক্ষা ছাত্রীদের
    এই সময় | ২২ অক্টোবর ২০২৪
  • চলন্ত পুলকার থেকে গল গল করে বেরোচ্ছে ধোঁয়া। অল্পের জন্য রক্ষা স্কুল ছাত্রীদের। কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় গাড়ি থেকে নামিয়ে আনা হয় স্কুল পড়ুয়াদের। ঘটনাটি ঘটেছে সল্টলেক সেক্টর ফাইভ নিউ ব্রিজ টু-এর কাছে। প্রতিটি স্কুল পড়ুয়া সুস্থ আছে বলে জানা গিয়েছে। গাড়ির চালককে আটক করা হয়েছে।মঙ্গলবার বিকেলে সল্টলেকের একটি বেসরকারি স্কুলের ছাত্রীদের নিয়ে ফিরছিল গাড়িটি। গাড়িতে মোট ১০জন ছাত্রী ছিল। সল্টলেক থেকে নিকোপার্ক হয়ে নিউটাউনের দিকে যাচ্ছিল গাড়িটি। সেক্টর ফাইভ নিউ ব্রিজ টু-এর কাছে চলন্ত পুলকারের সামনের অংশ থেকে হঠাৎই ধোঁয়া বের হতে থাকে। গাড়ির ভেতরে থাকা পড়ুয়ারা আতঙ্কের মধ্যে পড়ে যায়। কয়েকজনের শ্বাসকষ্ট শুরু হয়। তৎক্ষণাৎ চালক গাড়িটিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে দেন।

    গাড়ি থেকে ততক্ষণে প্রচুর পরিমাণে ধোঁয়া নির্গত হতে শুরু করে। ধোঁয়ায় ঢেকে যায় ঘটনাস্থল। বিষয়টি লক্ষ্য করেন কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা। বিধাননগর ট্রাফিক পুলিশের ওই সিভিক ভলেন্টিয়াররা তড়িঘড়ি বাচ্চাদেরকে গাড়ি থেকে নামিয়ে আনতে শুরু করেন।

    গাড়িটির সামনের অংশে ইঞ্জিনের কাছে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে গিয়েছিল বলে জানা গিয়েছে। প্রথমে সিভিক ভলেন্টিয়াররা অগ্নি নির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেয়া হয় দমকলকেও। কিছুক্ষণের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

    নিউটাউন ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ ঘটনাস্থলে যায়। থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রতিটি পড়ুয়া সুস্থ রয়েছেন। প্রত্যেকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। গাড়িটির চালককে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গাড়িটি কতদিনের পুরনো, রক্ষণাবেক্ষণ করা হতো কিনা, সে ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে।
  • Link to this news (এই সময়)