ঘূর্ণিঝড়ের সতর্কতায় বুধবার থেকে ৯ জেলায় বন্ধ স্কুল
এই সময় | ২২ অক্টোবর ২০২৪
আবারও বাংলায় ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি। এখনও বঙ্গোপসাগরের উপরই রয়েছে নিম্নচাপ। আগামিকাল বুধবারের মধ্যেই সার্বিক ছবিটা স্পষ্ট হতে শুরু করবে। তবে এই নিম্নচাপের কারণে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার কথা। সে কারণেই আগামী ২৩ অক্টোবর বৃহস্পতিবার থেকে ২৬ তারিখ পর্যন্ত একাধিক জেলায় স্কুল, আইসিডিএস সেন্টার-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সংক্রান্ত একটি নির্দেশিকাও জারি করেছে বিকাশ ভবন।মঙ্গলবার স্কুল শিক্ষা দফতর নির্দেশিকা জারি করে জানিয়েছে, ২৩ তারিখ থেকে চারদিন দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতায় ঝড়ের সতর্কতায় একাধিক স্কুল বন্ধ থাকবে।
আজ মঙ্গলবারই বঙ্গোপসাগরে উদ্ভুত নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে। বুধবার ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কথা এই গভীর নিম্নচাপের। হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার বিকালের পর থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে উপকূলের জেলাগুলিতে। বুধবার থেকে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে।
গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে ওড়িশা-বাংলা উপকূলের দিকে এগিয়ে আসবে। বুধবারের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কথা। তেমনটা হলে এই ঘূর্ণিঝড়ের নাম হবে 'দানা'। সাগর ও পুরীর মাঝে হতে পারে তার ল্যান্ডফল। স্বভাবতই এ রাজ্যেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। অন্তত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবেই। স্কুল বন্ধ নিয়ে তাই আগাম নোটিস জারি বিকাশ ভবনের।