নথি জাল করে ১ বছর ধরে চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ, ধৃত ৪১ বাংলাদেশি
হিন্দুস্তান টাইমস | ২২ অক্টোবর ২০২৪
দালালের হাত ধরে ওপার বাংলার সীমান্ত পেরিয়ে বেআইনিভাবে ভারতে ঢুকেছিল ৪১ জন বাংলাদেশি নাগরিক। শুধু তাই নয়, ভারতে আসার পর তারা নথি জাল করে বিভিন্ন রাজ্যে কার্যত পরিযায়ী শ্রমিক হিসেবে এক বছর ধরে কাজ করছিল। অবশেষে ওই ৪১ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর সময় তাদের হাতেনাতে ধরে ফেলে পুলিশ এবং বিএসএফ। ঘটনাটি মুর্শিদাবাদের রানিতলা থানার এলাকার পারসাহেবনগর সীমান্তের। একসঙ্গে এতজন বাংলাদেশি গ্রেফতার হওয়ায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই অবস্থায় সেখানে আরও কোনও বাংলাদেশি নাগরিক গা ঢাকা দিয়ে রয়েছে কিনা তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
জানা যায়, ওই সমস্ত বাংলাদেশি নাগরিকরা ট্রেনে চেপে শিয়ালদা থেকে ভগবানগোলা স্টেশনে নেমেছিল। এরপর তারা টোটো গাড়ি সহ বিভিন্ন গাড়িতে পারসাহেবনগর এলাকার একটি মাঠে জড়ো হয়েছিল। সোমবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে রানিতলা থানার পুলিশ বিএসএফের সঙ্গে যৌথভাবে পারসাহেবনগর এলাকায় অভিযান চালায়। এরপর তারা ৪১জন বাংলাদেশিকে হাতেনাতে ধরে ফেলে। জানা গিয়েছে, ধৃতদের বাড়ি বাংলাদেশের রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ জেলা এলাকায়। তারা গত দুবছরের মধ্যে বিভিন্ন সময়ে ভারত-বাংলাদেশে যাতায়াত করেছে। মূলত তারা ভারতে এসে রাজমিস্ত্রীর কাজ করত।বিশেষ করে দক্ষিণ ভারতের শহর যেমন চেন্নাই ও বেঙ্গালুরুতে কাজ করত।
পুলিশ জানতে পেরেছে, ওই বাংলাদেশিরা গত দুই বছর ধরে মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ভগবানগোলা থানা এলাকার কানাপাড়া ও চর লবনগোলা, রানিনগর থানার কাতলামারি, লালগোলা থানার বিরামপুর সীমান্ত এলাকা দিয়ে বেশ কয়েকবার যাতায়াত করেছে। তারা মূলত মুর্শিদাবাদের ভগবানগোলার দুজন ও মুর্শিদাবাদ থানার এক দালালের সহায়তায় ভারতে এসে ওই সব রাজ্যে কাজ করত, তাও আবার পরিযায়ী শ্রমিক হিসেবে। এর জন্য তারা নথি জাল করেছিল।
জানা যায়, সম্প্রতি ওই শহরগুলিতে লাগাতার বৃষ্টি হওয়ায় ঠিকভাবে কাজ না পাওয়ায় তারা বাংলাদেশে ফিরে যাচ্ছিল। তার আগেই তাদের গ্রেফতার করে ফেলে পুলিশ। আজ তাদের আদালতে তোলা হয়েছে। এদের মধ্যে চার।জনকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে রানিতলা থানার পুলিস। আরও কোনও বাংলাদেশি ওই এলাকায় আছে কি না তা জানার চেষ্টা করছে পুলিশ।