অনুব্রত মণ্ডলের ছবি লাগানোয়, তৃণমূলের শিক্ষক নেতাকে শুটিয়ে লাল করে দিল তৃণমূলই
হিন্দুস্তান টাইমস | ২২ অক্টোবর ২০২৪
অনুব্রতর জেলমুক্তি হতেই বীরভূমে ফিরেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের চেনা ছবি। বিভিন্ন জায়গায় বিরোধী গোষ্ঠীর হাতে আক্রান্ত হয়েছেন অনুব্রত অনুগামীরা। এবার একই ঘটনা ঘটল বীরভূমের দুবরাজপুরে। সেখানে কেষ্টদার ছবি লাগাতে গিয়ে পুলিশের সামনে মার খেলেন তৃণমূলের শিক্ষক নেতা। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
জানা গিয়েছে, দুবরাজপুরের লোবার এলাকায় রাস্তার ওপর একটি অস্থায়ী গেটে অনুব্রত মণ্ডলের ছবি লাগাচ্ছিলেন জেলা শিক্ষা সেলের সভাপতি অভিজিৎ মণ্ডল। তখন স্থানীয় অঞ্চল সভাপতি পিনাকী চক্রবর্তী প্রায় ১০০ লোক নিয়ে সেখানে হাজির হন। অনুব্রত মণ্ডলের ছবি লাগানো যাবে না বলে হুমকি দেন তিনি। তার পরেও নিরস্ত না হওয়ায় পিনাকী চক্রবর্তীর সামনেই দলের শিক্ষা সেলের নেতা অভিজিৎ মণ্ডলকে মারধর করে তৃণমূলি দুষ্কৃতীরা। অভিজিৎবাবুর দাবি, সেই সময় ঘটনাস্থলে হাজির ছিলেন পুলিশকর্মীরা। যদিও অভিজিৎবাবুকে বাঁচাতে এগিয়ে আসেননি তাঁরা। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষককে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুজোর মুখে জেলমুক্তি ঘটেছে অনুব্রত মণ্ডলের। দুর্গাপুুজো মিটতেই রাজনীতির ময়দানে ফিরেছেন তিনি। আর তাতেই নতুন করে জেলায় শুরু হয়েছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। বিভিন্ন জায়গায় অনুব্রত অনুগামীদের ওপর হামলা হচ্ছে বলে অভিযোগ। গরুচুরির অভিযোগে জেলবন্দি থাকার পর রাজনীতির ময়দানে ফিরলেও এখনও পুরনো মেজাজে পাওয়া যায়নি অনুব্রত মণ্ডলকে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, ২ বছর জেলবন্দি থাকার জেরে জেলা সংগঠনের অনেকটাই অনুব্রতর নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। তাছাড়া অনুব্রতর বিপুল সম্পত্তি ও ব্যাঙ্কে জমা থাকা টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। তাঁর যে আর্থিক অবস্থা খারাপ তা জেলমুক্তির পর গ্রামের বাড়ি গিয়ে স্বীকারও করেছেন তিনি। এই অবস্থায় অনুব্রতর পাশে কজন থাকবেন তা নিয়ে সন্দিহান অনেকেই।