ভোট ঘোষণা হতেই শুরু ‘থ্রেট কালচার’, বুথে BJPর এজেন্ট বসতে না দেওয়ার হুমকি TMCর
হিন্দুস্তান টাইমস | ২২ অক্টোবর ২০২৪
রাজ্যে শাসকদলের থ্রেট কালচারের বিরুদ্ধে যখন প্রতিবাদে সরব চিকিৎসকরা। থ্রেট কালচারের প্রতিভূতের শাস্তির দাবিতে যখন লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা, তখনই উপ নির্বাচনের প্রচারে বিজেপিকে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের স্থানীয় সাংসদের বিরুদ্ধে। অভিযোগ, সিতাই বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থীর বুথে বিজেপির পোলিং এজেন্ট বসতে না দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। সোমবার তৃণমূলের এক বিজয়া সম্মিলনীতে আলিপুরদুয়ারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়াকে এই হুমকি দিতে দেখা যায়।
pinaসোমবার সেখানেই এক দলীয় সভায় জগদীশবাবু বলেন, ‘যে বুথে বিজেপি প্রার্থীর বাড়ি সেই বুথে উনি কোনও দিন জেতেননি। এবারেও জিতবেন না এটা শিওর। শুধু জিতবেন না নয়, সেই বুথে যাতে তার পোলিং এজেন্ট না থাকে এমন ব্যবস্থা আমাদের করতে হবে। প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে। প্রত্যেকটা মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বলতে হবে।’
সাংসদের এই বক্তব্যকে হুমকি বলে মনে করছে বিজেপি। বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষের দাবি, ‘মানুষ তৃণমূলের সঙ্গে নেই। গুটিকতক দুষ্কৃতীকে দিয়ে বুথ দখল করে ক্ষমতায় রয়েছে তৃণমূল। এবারও বিধানসভা নির্বাচনে মানুষ ভোট দিতে পারলে তৃণমূলের ভরাডুবি নিশ্চিত। তাই তারা আগে থেকেই হুমকি দিয়ে বিরোধী দলের কর্মী ও সাধারণ মানুষকে ঘরে ঢোকানোর চেষ্টা শুরু করেছে। কিন্তু এতে কাজ হবে না। আরজি কর পরবর্তী ঘটনায় কী ভাবে দুর্বৃত্তদের রুখে দিতে হয় তা রাজ্যের মানুষ জেনে গেছে।’