• একেবারে নতুন জিনিস পাচারে গ্রেফতার হয়ে নজির গড়লেন কলকাতার তৃণমূল নেতা
    হিন্দুস্তান টাইমস | ২২ অক্টোবর ২০২৪
  • এবার হাতির দাঁত পাচারের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের ওয়ার্ড সভাপতি। কলকাতা পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড সভাপতি অশোক ওঝাকে বিহারের বক্সার থেকে গ্রেফতার করেছে সেরাজ্যের পুলিশ। বড়বাজারে হিন্দিভাষীদের মধ্যে অশোক ওঝা একটি পরিচিত নাম। তাঁর গ্রেফতারিতে এখনও কোনও মন্তব্য করেনি তৃণমূল।

    জানা গিয়েছে, বক্সার জেলার ব্রহ্মপুর থানা এলাকার দেবকুলি গ্রামে অভিযান চালায় বিহার পুলিশ ও সেরাজ্যের বন দফতরের আধিকারিকরা। সেখানে ২৩ কেজি ওজনের হাতির দাঁত উদ্ধার করেন তাঁরা। সঙ্গে গ্রেফতার করেন ৫ জনকে। তার মধ্যে রয়েছেন তৃণমূল নেতা অশোক ওঝাও। জানা গিয়েছে অশোকবাবুর বাড়িতেই হাতির দাঁতগুলি রাখা ছিল।

    জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তার ডান হাত বলে পরিচিত এই অশোক ওঝা। দলের হিন্দি সেলের সহ সভাপতিও ছিলেন তিনি। বড়বাজারে এক ডাকে সবাই চেনে তাঁকে। হাতি পাচারে এহেন নেতার গ্রেফতারে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে তৃণমূল। প্রকাশ্যে কোনও বিবৃতি না দিলেও তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে, অশোক ওঝাকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)