• আরজি করে থ্রেট কালচারে অভিযুক্তদের সাসপেনশনে স্থগিতাদেশ হাইকোর্টের
    হিন্দুস্তান টাইমস | ২২ অক্টোবর ২০২৪
  • থ্রেট কালচারে যুক্ত অভিযোগে আরজি কর মেডিক্যালের ৫১ জন চিকিৎসককে সাসপেন্ডের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। কলেজ কাউন্সিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সাসপেন্ডেড চিকিৎসকরা। কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার কলেজ কাউন্সিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে।

    আরজি করে থ্রেট কালচারে যুক্ত অভিযোগে ৫১ জন ডাক্তার ও ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কার করেছিল কলেজ কাউন্সিল। ৫১ জনের মধ্যে ২০ জন হাউস স্টাফ, রয়েছেন দু’জন সিনিয়র রেসিডেন্ট, একজন রিসার্চ সায়েন্টিস্ট এবং ১১ জন ইন্টার্ন। অভিযোগ এরা সবাই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ।

    সাসপেনশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ১৪ অক্টোবর আবকাশকালীন বেঞ্চে আবেদন করেন সাসপেন্ডেড চিকিসকরা। মঙ্গলবার সেই মামলার শুনানিতে মামলাকারীদের আইনজীবী বলেন, এই চিকিৎসকদের কেন সাসপেন্ড করা হয়েছে তাও তাদের জানানো হয়নি। এদের বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত নয়, তার পরেও সাসপেনশনের মুখে পড়তে হয়েছে তাদের। এর পর কলেজ কাউন্সিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেন বিচারপতি কৌশিক চন্দ। এই চিকিৎসকদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে তা রাজ্য সরকার ঠিক করবে বলে জানিয়েছেন তিনি।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)