আবাস যোজনায় ঘর পাওয়ার অপেক্ষায় রয়েছেন? আপনার জন্য রয়েছে বড় খবর
হিন্দুস্তান টাইমস | ২২ অক্টোবর ২০২৪
রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপ নির্বাচন ঘোষণা হওয়ায় সংশ্লিষ্ট জেলাগুলিতে আবাস যোজনার সমীক্ষার কাজ বন্ধ রাখার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন ঘোষণার পরও রাজ্য সরকার সমীক্ষার কাজ চালিয়ে যাওয়ায় কমিশনে আপত্তি জানিয়েছিল বিজেপি। তাদের আপত্তিকে স্বীকৃতি দিয়ে কমিশনের তরফে জানানো হয়েছে ১৩ নভেম্বর পর্যন্ত ওই জেলাগুলিতে আবাস যোজনার সমীক্ষার কাজ করা যাবে না।
সোমবার থেকে রাজ্যে শুরু হয়েছে আবাস যোজনার সমীক্ষার কাজ। চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। বিজেপির দাবি, আবাস যোজনার সমীক্ষার নামে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে রাজ্যের শাসকদল তৃণমূল। তাদের সঙ্গে না থাকলে তালিকা থেকে নাম বাদ দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এই মর্মে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দেয় বিজেপি। বিজেপির আবেদনে স্বীকৃতি দিয়ে কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আলিপুরদুয়ার, কোচবিহার, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলায় আবাস যোজনার সমীক্ষার কাজ করা যাবে না। উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি ও হাড়োয়া বিধানসভা এলাকাতেই শুধুমাত্র সমীক্ষার কাজ বন্ধ থাকবে। ওই জেলায় বাকি জায়গায় সমীক্ষার কাজ চালিয়ে যেতে পারবে রাজ্য সরকার।
জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশকে হাতিয়ার করে পালটা বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল। তাদের দাবি, এমনিতেই কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজ, আবাস যোজনার টাকা দেয় না। তার ওপরে আবাস যোজনার সমীক্ষাও বন্ধ রাখতে বলছে। বিজেপি চায় না গরিব মানুষ সরকারি সাহায্য পাক। বিজেপি আসলে গরিব মানুষের বিরোধী।