• ‘দানা’ আতঙ্কে বাতিল একগুচ্ছ ট্রেন, প্রস্তুতি শুরু কলকাতা পুরসভারও
    এই সময় | ২৩ অক্টোবর ২০২৪
  • ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা’। রাজ্য প্রশাসনের পাশাপাশি সতর্ক রেলও। ইস্ট-কোস্ট রেল ও দক্ষিণ পূর্ব রেলের তরফে আগামী তিনদিন একাধিক ট্রেন বাতিলের কথা বলা হয়েছে। বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত থাকছে কলকাতা পুরসভাও।কোন ট্রেন বাতিল?

    ইস্ট-কোস্ট রেলওয়ের তরফে খবর, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার হাওড়া-তিরুচিরাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া-চেন্নাই মেল, শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস, শালিমার-পুরী জগন্নাথ এক্সপ্রেস, শালিমার-পুরী গরীবরথ এক্সপ্রেস, নয়াদিল্লি-পুরী পুরষোত্তম এক্সপ্রেস বাতিল থাকছে। এছাড়াও হাওড়া-ফলকনুমা এক্সপ্রেস, শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস, হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, শালিমার-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস, হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের মতো অসংখ্য ট্রেন বাতিল করা হচ্ছে।

    দক্ষিণ পূর্ব রেলের তরফেও আগামী বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার ১৫১টি ট্রেন বাতিল করা হচ্ছে। এর মধ্যে অন্যতম ২৪ অক্টোবর ১২৭০৩ হাওড়া - সেকেন্দ্রাবাদ, ১২২৭৭ হাওড়া-পুরী, ১২৬৬৩ হাওড়া - তিরুচিরাপল্লী, ১৮০৪৩ হাওড়া - ভদ্রক, ১২৮৬৩ হাওড়া-এসএমভিটি ব্যাঙ্গালুরু, ১২৮৩৯ হাওড়া - চেন্নাই সেন্ট্রাল, ০৩১০১ কলকাতা-পুরী, ২২৮৯৭ হাওড়া-দিঘা, ২২৮৯৮ দিঘা-হাওড়া, শুক্রবার, ২৫ অক্টোবরের জন্য ২২৮৯৫ হাওড়া-পুরী, ১২০৭৪ ভুবনেশ্বর-হাওড়া, ১২২৭৮ পুরী-হাওড়া, ১২৮৫৭ হাওড়া-দিঘা বাতিল থাকছে।

    ট্রেন বাতিলের তালিকা

    রেলের সতর্কতামূলক ব্যবস্থা

    পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, নামখানা, ডায়মন্ড হারবার, হাসনাবাদ ইত্যাদি স্টেশনে সঙ্কটজনক পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত ইঞ্জিনিয়ারিং এবং সিগন্যাল ও টেলিকম কর্মীদের ব্যবস্থা করা হচ্ছে। আগামী ২৪ অক্টোবরের মধ্যে শিয়ালদহ, দমদম, বারাসাত, নৈহাটি, রানাঘাট ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ স্থানে চালকদের সঙ্গে ডিজেল লোকো স্থাপন করা হবে। ঘূর্ণিঝড়ের সময় সম্ভাব্য বিপদ এড়াতে বিভিন্ন স্টেশনে লাগানো বিজ্ঞাপন বোর্ড ও হোর্ডিং অপসারণ করা হবে।

    কলকাতা পুরসভায় কী প্রস্তুতি?

    ঘূর্ণিঝড়ের পাশাপাশি আগামী বৃহস্পতি ও শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত থাকছে কলকাতা পুরসভাও। দু'দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে পুরসভার কন্ট্রোল রুম। সব রকম প্রস্তুতি রাখা হয়েছে পাম্পিং স্টেশনগুলিতে। মোট ৭৯টি নিকাশি পাম্পিং স্টেশন মিলিয়ে ৪৫০টি পাম্প রয়েছে। সব পাম্পই বৃহস্পতিবার ও শুক্রবার দিন চালু রাখা হবে। সেই সঙ্গে থাকবে অস্থায়ী পাম্পের ব্যবস্থাও। কলকাতার বিভিন্ন প্রান্তে বাতিস্তম্ভগুলি খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। পুরসভার নিকাশি বিভাগকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
  • Link to this news (এই সময়)