• ঘূর্ণিঝড় 'দানা'-র জন্য ট্রেন চলাচল নিয়ে কী ব্যবস্থা? পূর্ব রেলের তরফে যা জানানো হল
    আজ তক | ২৩ অক্টোবর ২০২৪
  • আসন্ন ঘূর্ণিঝড় 'দানা' নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে। বুধবার, ২৩ অক্টোবর সন্ধে থেকে বৃষ্টি  শুরু হবে উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব - পশ্চিম মেদিনীপুরে। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে আগামী ৩ দিন ট্রেন চলাচল পরিষেবা ব্যাহত হবে কি না, কোনও দুর্ঘটনা এড়াতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা জানালেন পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র। 
      
    'দানা' সাইক্লোনের জন্য ট্রেন চলাচল ব্যাহত হতে পারে, এমন সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছে না পূর্ব রেল। কৌশিক মিত্র জানান, "দানা আসতে চলেছে। কারণে বিশেষ ব্যবস্থা নিয়েছে পূর্ব রেল। শিয়ালদা ডিভিশনে ২৪ ও ২৫ তারিখে কন্ট্রোল রুম খোলা থাকবে। সাগর সংলগ্ন এলাকা হাসনাবাদ, নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবারে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুপারভাইজারি টিম থাকবে। ট্র্যাকশন পাওয়ারের লোকেরা থাকবে। এছাড়া, টাওয়ার ওয়্যাগন রাখা হবে। সঙ্গে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা লোকো পাইলটদেরও সতর্ক করেছি। এছাড়া, ট্র্যাকের পাশে যে হোর্ডিং, গাছগুলি আছে যাতে সেগুলি কোনওভাবে ট্র্যাকে এসে না পড়ে বা যাতে বিঘ্ন না ঘটে সেই ব্যবস্থা করছি।"

    এছাড়া, হাওড়া, ব্যান্ডেল, পাঁকুড়, আজিমগঞ্জ, বর্ধমান, রামপুরহাটে ইঞ্জিনিয়ারিং অফিসার, সিগন্যাল ও টেলিকম অফিসারদের রাখা হচ্ছে। ট্র্যাকে যাতে জল না জমে তা নিয়ে ব্যবস্থা নিচ্ছে পূর্ব রেল। জায়গায় জায়গায় পাম্প বসানোর ব্যবস্থা করা হয়েছে, বলেও জানান পূর্ব রেলের সিপিআরও। 

    উল্লেখ্য, ২৪ ও ২৫ অক্টোবর সকালের মধ্যে পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে (সাগর দ্বীপ ও পুরী)-র মাঝে ঢুকবে দানা সাইক্লোন। স্থলভাগে প্রবেশ করার সময় গতি বেগ ১০০-১১০ কিমি বেগে থাকবে। সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ১২০ কিমি। দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হবে। বাকি অতিভারী বৃষ্টি অঞ্চলে ৭-১০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে।

    ২৫ তারিখ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনার, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী থেকে অত্যধিক ভারী বৃষ্টি হতে পারে।
  • Link to this news (আজ তক)