• রাজ্যের ছ’টি বিধানসভায় উপনির্বাচনের প্রার্থী ঘোষণা কংগ্রেসের
    এই সময় | ২৩ অক্টোবর ২০২৪
  • রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করলো কংগ্রেস। বামেদের সঙ্গে সমঝোতা না করে একা লড়াইয়ের সিদ্ধান্ত প্রদেশ কংগ্রেসের।কোচবিহার জেলার সিতাই কেন্দ্র থেকে লড়বেন হরিহর রায় সিংহ, আলিপুরদুয়ারের মাদারিহাট কেন্দ্রে লড়বেন বিকাশ চম্প্রমারি, উত্তর ২৪ পরগনার নৈহাটিতে লড়বেন পরেশনাথ সরকার, হাড়োয়ায় হাবিব রেজা চৌধুরী, মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী শ্যামলকুমার ঘোষ, বাঁকুড়ার তালড্যাংরা কেন্দ্রে তুষারকান্তি সান্নিগ্রাহী প্রার্থী হয়েছেন।

    বিগত বেশ কয়েকটি নির্বাচনে বাম-কংগ্রেস হাত মিলিয়ে লড়লেও উপনির্বাচনে ভিন্ন ছবি দেখতে চলেছে বাংলা। নির্বাচনের আগে দুই তরফেই আসন সমঝোতা হওয়ার কোনও স্পষ্ট ইঙ্গিত দিতে দেখা যায়নি। অন্যদিকে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) মঙ্গলবার বিকেলে হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে। বামফ্রন্টের সমর্থনে ওই আসনটিতে তারা প্রার্থী দিয়েছেন।

    ইতিমধ্যেই ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। সেক্ষেত্রে উপনির্বাচনে এ বার ছয়টি কেন্দ্রেই চতুর্মুখী লড়াই হতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

    উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে বহরমপুর আসনে পরাজিত হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। লোকসভা নির্বাচনের পর থেকেই প্রদেশ সভাপতি বদলের গুঞ্জন তৈরি হয়। কিছুদিন আগে অধীর চৌধুরীর জায়গায় প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছেন শুভঙ্কর সরকার। সোমবারই পাঁচটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দেয় বামেরা। অন্যদিকে, এআইসিসির কাছেও ছয় আসনের জন্য প্রার্থীদের তালিকা পাঠানো হয় প্রদেশ কংগ্রেসের তরফে।
  • Link to this news (এই সময়)