• সর্বভারতীয় পরীক্ষায় দারুণ সাফল্য বাংলার, কৃতীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
    এই সময় | ২৩ অক্টোবর ২০২৪
  • বাংলার মুকুটে নতুন পালক। আইটিআইয়ের জাতীয় স্তরের পরীক্ষায় শীর্ষদের তালিকায় জায়গা পেলেন বাংলার তরুণ-তরুণীরা। সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সম্প্রতি আইটিআই বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউটের জাতীয় স্তরের পরীক্ষার আয়োজন করা হয়। সেই পরীক্ষায় শীর্ষ স্থানে থাকা ২৮ জনের মধ্যে বাংলা থেকে রয়েছেন ১১ জন। এই ১১ জনের মধ্যে ৬জন তরুণী। বিষয়টি নিজের এক্স হ্যান্ডলে শেয়ার করে মুখ্যমন্ত্রী লেখেন, 'আমাদের আইটিআই প্রশিক্ষিত প্রার্থীরা আবারও জাতীয় স্তরের পরীক্ষা - অল ইন্ডিয়া ট্রেড টেস্ট (এআইটিটি), ২০২৪-এ ভালো ফলাফল করেছেন। আমি তরুণ ছেলে-মেয়েদের এবং এই অসাধারণ কৃতিত্বের সঙ্গে জড়িত সকলকে অভিনন্দন জানাচ্ছি।'

    প্রসঙ্গত, ২০২৩ সালেও রাজ্যের আইটিআই পড়ুয়ারা সর্বভারতীয় স্তরের পরীক্ষা অল ইন্ডিয়া ট্রেড টেস্ট (এআইটিটি)-এ ভাল ফল করে। বিভিন্ন পাঠক্রম থেকে সারা দেশে ৫০ জন শীর্ষ স্থানাধিকারী মধ্যে পশ্চিমবঙ্গের আট জন আইটিআই শিক্ষার্থী ছিলেন। ২০২২ সালেও সর্বভারতীয় আইটিআই পরীক্ষাতেও সামগ্রিক ফলের হিসাবে শীর্ষস্থানে ছিল বাংলা। সেই বছর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কৃতি পরীক্ষার্থীদের সংবর্ধনা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (এই সময়)