ছুটি শেষ হওয়ার আগেই নজিরবিহীনভাবে খুলে দেওয়া হল স্কুল, কেন এমন সিদ্ধান্ত?
হিন্দুস্তান টাইমস | ২৩ অক্টোবর ২০২৪
রাজ্যের সরকারি স্কুলগুলিতে পুজোর ছুটি এখনও চলছে। কিন্তু, ছুটি শেষ হওয়ার আগেই নজিরবিহীনভাবে খুলে দেওয়া হল হাওড়ার আমতা ২ নম্বর ব্লকের একটি হাই স্কুল। আর স্কুল খোলার সঙ্গে সঙ্গে চালু হয়েছে মিড ডে মিলও। মূলত পড়ুয়াদের স্বার্থের কথা ভেবেই পুজোর ছুটি শেষ হওয়ার আগে আমতা ২ নম্বর ব্লকের ভাটোয়ার উত্তর ভাটোরা হাই স্কুল খুলে দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে খুশি অভিভাবকরা।
ছুটি শেষের আগেই এই স্কুল খোলার পিছনে আসলে মূল কারণ হল বন্যা। গত কয়েক সপ্তাহ আগে নিম্নচাপের বৃষ্টির জেরে বাংলার বহু জেলার বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। সে রকমই উদয়নারায়ণপুর ও আমতায় বন্যার ফলে জলমগ্ন হয়ে পড়ে এলাকা। তাদের বহু মানুষের ক্ষয়ক্ষতি হয় অনেকেই ঘরছাড়া হয়েছিলেন বন্যার সময়। নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হয়েছিল তাদের। সেই সময় স্কুলটিও বন্যার জলে ডুবে গিয়েছিল। যার ফলে স্বাভাবিকভাবেই স্কুলে পঠন পাঠন সেই সময় বন্ধ হয়ে যায়। আর সেই সঙ্গে মিড ডে মিলও বন্ধ হয়ে যায়। যদিও কোনওভাবে স্কুলে মজুত থাকা মিড ডে মিলের সামগ্রী বাঁচাতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ। তবে স্কুল বন্ধ থাকায় সার্বিকভাবে পড়ুয়াদের পাঠক্রম শেষ করা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন শিক্ষক-অভিভাবকরা।
এদিকে, বন্যার জল নেমে গেলেও সঙ্গে সঙ্গে স্কুলগুলিতে ক্লাস শুরু করা যায়নি। কারণ স্কুল পরিষ্কার করার প্রয়োজন ছিল। তখন পড়ানোর মতো পরিস্থিতি ছিল না। তার জন্য বেশ কিছুদিন সময় লেগে যায়। এরমধ্যেই পুজো চলে আসায় স্কুলগুলিতে ছুটি পড়ে যায়। সব মিলিয়ে পুজোর অনেক আগেই বন্ধ হয়ে যায় স্কুলটি। ফলে পড়ুয়াদের পঠনপাঠনের ক্ষতি হয়। তারওপর পুজোর ছুটি শেষ হওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকলে পড়ুয়াদের পড়াশোনার আরও ক্ষতি হতে পারে। তাই ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবেই স্কুল খোলার বিষয়ে বৈঠক করে স্কুল কর্তৃপক্ষ । এরপর বৈঠকে সকলে স্কুল খোলার পক্ষে সম্মতি দেন।
সোমবার থেকে এই হাইস্কুল খুলে দেওয়া হয়েছে। একইসঙ্গে মিড ডে মিলও চালু হয়েছে। তাতে খুশি অভিভাবক থেকে পড়ুয়ারা। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, পড়ুয়াদের পড়াশোনার যাতে আর ক্ষতি না হয় সেই কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল খোলার প্রথম দিনেই স্কুলে পড়ুয়াদের উপস্থিতি সন্তোষজনক ছিল বলে জানান প্রধান শিক্ষক।