সংবাদদাতা, তেহট্ট: চলছে বাড়ি বাড়ি গিয়ে আবাস যোজনার সার্ভে। সেই সময়ই প্লাস্টিকের ব্যবহার বন্ধের বিষয়ে সচেতন করছেন আধিকারিকরা। মঙ্গলবার তেহট্ট-১ ব্লকের রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার সার্ভের সময় এই দৃশ্য দেখা যায়। এদিন রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের জিতপুর এলাকায় আবাস যোজনায় সার্ভে করতে যান মহকুমা শাসক অন্যন্যা সিংহ, তেহট্ট-১ বিডিও সঞ্জীব সেন সহ অন্যান্য আধিকারিকরা। সেখানে আবাস যোজনার সার্ভের পাশাপাশি ৭৫ মাইক্রনের নীচে প্লাস্টিক বা সিঙ্গল ইউজ প্লাস্টিক সমাজে কীভাবে ক্ষতি করছে, সেই বিষয়ে বাড়ি বাড়ি সচেতন করেন। পাশাপাশি তাঁদের হাতে কাপড়ের ব্যাগ তুলে দেন। প্রশাসনের এই কাজে খুশি এলাকার বাসিন্দা থেকে পরিবেশপ্রেমীরা।