• মাদৃক সঙ্ঘের ‘বিগ বাজেটের’ পুজো ঘিরে উন্মাদনা দুবরাজপুরে
    বর্তমান | ২৩ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, সিউড়ি: মাদৃক সঙ্ঘের উদ্যোগে দুবরাজপুর শহরে বিগ বাজেটের শ্যামাপুজো হচ্ছে। এবছর তাদের মণ্ডপসজ্জায় বিশেষ আকর্ষণ থাকছে। পুজো কমিটির দাবি, একটি বিশেষ মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। দীপাবলি উপলক্ষ্যে লাইট দিয়ে সাজিয়ে তোলা হবে গোটা এলাকা। সাবেকি প্রতিমা হবে। এবছর মাদৃক সঙ্ঘের পুজো ৫৯ বছরে পা দিল। পুজো কমিটির সূত্রে জানা গিয়েছে, এবার তাদের পুজোর বাজেট প্রায় ১০লক্ষ টাকা। মন্দিরের আদলে বিশাল আকারের প্যান্ডেল তৈরি হচ্ছে। তবে ঘূর্ণিঝড় ‘ডানা’ পুজো উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

    বহরমপুরের শিল্পীর হাতে তৈরি হচ্ছে সাবেকি কালী প্রতিমা। পুজোর কয়েকদিন এই মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। পুজোর পর দর্শনার্থীদের প্রসাদ বিতরণ করা হয়। পুজো কমিটির উদ্যোগে দুর্গাপুজার সময় স্থানীয় দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হয়েছে। পুজো কমিটির সভাপতি অলোক উপাধ্যায় এবং সম্পাদক দেবাশিস নন্দী বলেন, প্রতিবারের মতো পুজোর রীতিনীতি মেনে শ্যামাপুজো হবে। এবছর আমাদের মণ্ডপসজ্জাই মূল আকর্ষণ। একটি মন্দিরের আদলে আকর্ষণীয় প্যান্ডেল তৈরি করা হচ্ছে। আশা করছি, দুবরাজপুর শহরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে মাদৃক সঙ্ঘের পুজো সাধারণ মানুষের মন কেড়ে নেবে। দর্শনার্থীদের ঢল নামবে। • নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)