• উপ নির্বাচন বাড়তি আয়ের পথ খুলে দিয়েছে তাসা পার্টির
    বর্তমান | ২৩ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: দুর্গাপুজো শেষ। প্রতিবছর এই সময়ে মন খারাপ থাকে সিং বাজনা, তাসা পার্টির বাজিয়েদের। কিন্তু এবার পুজোর পরেও আনন্দে আত্মহারা তাঁরা। কারণ, উপ নির্বাচনের প্রচারের জন্য বিপুল বায়না আসছে। 

    ছবিটা মেদিনীপুর শহরের নিমতলা চকবাজার এলাকার বাজনা পাড়ার। বাজিয়েদের কথায়, বিশ্বকর্মা পুজোর পর থেকে দুর্গাপুজো পর্যন্ত বায়নার সংখ্যা বাড়তে থাকে। কিন্তু দুর্গাপুজো মিটে গেলে কমে যায় বায়না। এবার উপ নির্বাচনের প্রচারের জন্য বিভিন্ন রাজনৈতিক দল ডাকছে। যা উপরি পাওনা আমাদের। কালীপুজোর থেকেও ভোটের বায়না বেশি আসছে। 

    বাজিয়ে বিকাশ রাসা, টিয়া টুটু বলেন, পুজোর সময়ে আয় ভালোই হয়। সারা বছর দুর্গাপুজোর অপেক্ষায় বসে থাকি। বাইরের জেলায় বা রাজ্যে গেলে আয়ও বাড়ে। তবে প্রতিবছর পুজোর পরে আর কাজ থাকে না। কিন্তু এবছর ভোট আসায় বেশ ভালোই বায়না হচ্ছে। প্রচার হলেই সমস্ত রাজনৈতিক দল আমাদের ডাকছে। এতে বাড়তি আয় হচ্ছে। সকলেই খুশি। 

    প্রসঙ্গত, মেদিনীপুর শহরের নিমতলা চক সংলগ্ন এলাকায় বংশ পরম্পরায় তাসা পার্টির বাজিয়েরা থাকেন।  বছরের পর বছর ধরে বাজনা বাজিয়ে আসছেন তাঁরা। বর্তমানে এই এলাকায় কমবেশি একশোর বেশি বাজিয়ের বসবাস। তাঁরা বাজনা বাজানোর পাশাপাশি সারা বছর ধরে অন্যান্য কাজের সঙ্গে যুক্ত থাকেন। কিন্তু বছরের চারটি দিনের জন্য অপেক্ষা করে থাকেন তাঁরা। কারণ মেদিনীপুর ছাড়াও অন্যান্য আশেপাশের রাজ্য থেকেও বায়না আসে। পুজোর সময় বেশি টাকা রোজগার হওয়ায় তাঁদের সংসার চালাতে সুবিধা হয়। জানা গিয়েছে, পুজোর পর শিল্পীদের কাজ অনেকটাই কমে যায়। তখন তাঁরা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত হয়ে যান। তবে এবছর উপ নির্বাচন থাকায় হাসি ফুটেছে বাজিয়েদের মুখে। 

    এক বাজনা শিল্পী বলেন, কালীপুজোর বায়না এখনও আসেনি। তবে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন রাজনৈতিক দল প্রচারের জন্য ডাকছে। ৬ থেকে ৮ জনের দল প্রচারে বাজনা বাজাতে যাচ্ছে। কত জন বাজিয়ে যাচ্ছে, তার উপর টাকার পরিমাণ নির্ভর করছে। মোটামুটি একটা প্রচারে গেলে ৫ হাজার টাকা নেওয়া হচ্ছে। সারা দিনের জন্য হলে টাকার পরিমাণ বাড়ছে। ভোট উৎসবে বেশ ভালোই লাভ হচ্ছে। 

    তৃণমূল প্রার্থী সুজয় হাজরা বলেন, উৎসবের মতো প্রচার হচ্ছে বলে দলের কর্মীরাই বিভিন্ন ধরনের বাজনার আয়োজন করছে। বাজনার আওয়াজ শুনে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে এসে হাত মেলাচ্ছেন। ভোট উৎসবের জন্য  উপকৃত হচ্ছেন বাজনা শিল্পীরা। এবারের উপ নির্বাচন সুষ্ঠুভাবে ও উৎসবের মতো হবে। 

    জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেন, আগের চেয়ে প্রচার অনেক রঙিন হয়েছে। তাই সকল দলই চাইছে প্রচারে বাজনা আসুক। উৎসবের মরশুমে বাজনা শুনতে মানুষ ভালোবাসে। আর এতে বাজনা শিল্পীদের আয়ও হচ্ছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)